Lichur Bagane Lyrics Taandob movie | লিচুর বাগানে লিরিক তান্ডব মুভি
শোনেন, শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন স্বাধীন হওয়া ভালোবাসা ধরলো গানের সুর সেই সুরের নেশাতের মনে ফুটল প্রেমের ফুল ফুল আর সুরে হইয়া গেল কানাকানি মন লেনদেন হইলো সাকি আসমানওজমিন পানি মন লেন-দেন কইরা তারা গলায় ধরলো গান সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রাণ সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রাণ সেই গানের সুরে সবাই মিলাইলো রে প্রাণ
