You are currently viewing Ma Lo Ma Lyrics – Coke Studio Bangla – মা লো মা লিরিক – কুক স্টুডিও বাংল

Ma Lo Ma Lyrics – Coke Studio Bangla – মা লো মা লিরিক – কুক স্টুডিও বাংল

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কি!
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে

কালীর নয়নজলে,
জলে বুক ভেসে যায়
কি সাপে কামড়াইলো আমার
দুর্লব লকাইর গায় ×2

আর কোথায় রে মা মনসা
তোমায় প্রণাম জানাই
কালীর নয়নজলে…

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কি!
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে৷ ×২

ছিলাম শিশু ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
সদাই থাকিতাম মায়ের সঙ্গে  ×২

আমার দেহেতে আইলো জুয়ানি
উজান বহে গাঙ্গের পানি,
অই কামিনী ভাব বসিলো ভাব অঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে
আইলাম গাঙ্গে

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কি!
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে   ×২

আছেন ভালো গানের গানের মাষ্টার সালামও জানাই
কালীর নয়নজলে,
জলে বুক ভেসে যায়
কি সাপে কামড়াইলো আমার
দুর্লব লকাইর গায়
কালীর নয়নজলে…

এ ভাই এইযে এদিকে
ও বড় ভাই

এই ওপরওয়ালা পাঠাইসে মায়েরই কোলে
বুঝি নাই দুনিয়াতে কি খেলা চলে
সবাইতো আদর করতো
ও লে লে লে লে
যৌবন যায় ঝাউবনেতে
সংসারের ছলে
আমার রঙিন দুনিয়ায়
কি আর সাদা কালা চলে
ডাইলের মজা তলে
যদি ভালো মতো গলে
ঠিক মতো বাইতে পারলে
ভাঙ্গা নৌকাও চলে
ভাইয়া,
সাঁতার না জানা থাকলে
ডুইবা মরবেন জলে
হুমম
আপনি কি ভাবতাছেন ভাই
আপনার নৌকায় লিক আছে?
আমি তো দেখতেসি ভাই
আপনার নৌকা ঠিক আছে
জীবনের চলার পথে
নাই নাই ভি দিক আসে
সঠিক দিক যাইতে পারলে
সুন্দর একটা দ্বীপ আছে
দুনিয়া ঘুরতাছে
কে ঘুরায় খুঁজতে হইবো
বিষয়টা বুঝতে হইবো
খাইয়া মুখ মুছতে হইবো
জীবনের তরী বাইয়া
জায়গামতো যাইতে হবে
তরিকা সবারই এক
ভাঙ্গা নৌকা ভাইতে হইবো
দুনিয়ায় আইসি কিছুই
ছিল না অঙ্গে
ভালো কাজ ছাড়া কিছু
যাইবো না সঙ্গে
দেওয়ান ভাই দেওয়ানা
হইয়া দেখি কান্দে
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইসে গাঙ্গে
রঙ্গে ভাঙ্গা নৌকা…
ভাই আপনি গান

ছিলাম জুয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা-গুঁড়া
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে×২

ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে
চিন্তা করো আপন মনে,
মানুষ একদিন
মিশিবে মারির সঙ্গে
ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কি!
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে  ×২

কালীর নয়নজলে,
জলে বুক ভেসে যায়
কি সাপে কামড়াইলো আমার
দুর্লব লকাইর গায়  ×২

গানটা আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই
কালীর নয়ন জলে,

আরো পড়ুন:  বন্ধু নিয়ে স্ট্যাটাস : বন্ধু নিয়ে ১০০ টি সুন্দর স্ট্যাটাস