Dokhino Hawa Lyrics Coke Studio Bangla – Tahsan × Madhubanti × Sachin Dev Barman

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি..
শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি..

চল গো..

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি..

মনেতে লুকানো ছিল সুপ্ত যে কী আশা,
জাগিলো মধু লগনেতে, বাড়ালো কী আশা..
মনেতে লুকানো ছিল সুপ্ত যে কী আশা,
জাগিলো মধু লগনেতে, বাড়ালো কী আশা..

উতলা করেছে মোরে, আমারি ভালোবাসা..
অনুরাগে প্রেম শরীরে ডুব দিয়েছি আমি..

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..
শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..

যদি উত্তরে হাওয়া বয়ে যায়
যেন আমি নেই
যেন আমি নেই
শোন ঝরাপাতা দিনক্ষয়ে যায়
যেন আমি নেই
যেন আমি নেই
যেন আমি নেই
কেন আমি নেই
যদি আলোয় ঘুঘু ডেকে যায়
যেন আমি নেই..

দহনো বেলাতে আমি প্রেমেরো তাপসী,
বরষাতে প্রেম ধারা, শরতেরো শশী..
দহনো বেলাতে আমি প্রেমেরো তাপসী,
বরষাতে প্রেম ধারা, শরতেরো শশী..
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী..
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী..
শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি..

যদি উত্তরে হাওয়া বয়ে যায়
যেন আমি নেই
শোন ঝরাপাতা দিনক্ষয়ে যায়
কেন আমি নেই

শোনো গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি..
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি..

আরো পড়ুন:  O Babu Selam Bare Bar Lyrics | IPDC আমাদের গান | Kobi Jashimuddin