You are currently viewing বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

সমীক্ষায় দেখা যায় বাঘ ও সিংহের মধ্যে লড়াইয়ে সিংহের জয়ের অনুপাত ১ঃ২৫! অর্থাৎ ২৫ টি লড়াইয়ে মধ্যে সিংহ মাত্র ১ টি তে জয় লাভ করে, বাকি সবগুলো জিতে বাঘ!

উনিশ শতকের গোড়ার দিকে ভারতের বরলদার রাজা বাঘে আর সিংহের যুদ্ধ বাধিয়েছিলেন। রাজা বাজি ধরেছিলেন সিংহের পক্ষে। আর বাজিতে হারিয়েছেন ৩৭ হাজার রুপি। তখনকার দিনে এই অর্থের পরিমাণ কতোটা বিশাল তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন?
এইতো সম্প্রতি ২০১১ সালের একটি ঘটনা, তুরস্কের আংকারা চিড়িয়াখানায় একটি বাঘ একটি সিংহকে হত্যা করেছিল

বাঘ ও সিংহের মধ্যে তুলনা করলে দেখা যায়, বাঘের আকার কিন্তু সিংহের চেয়ে ছােট, অথচ ওজন অনেক বেশি। ওজন বেশি কিন্তু আকার ছােট এর মানে বাঘের পেশির ঘনত্ব সিংহের তুলনায় অনেক বেশি। আর বেশি ঘনত্বের পেশি মানে বেশি শক্তিশালী। সাইবেরিয়ান বাঘের ওজন ৩৬০ কেজি পর্যন্ত হয়ে থাকে। যেখানে বৃহদাকার আফ্রিকান সিংহের ওজন হয় ২৫০ কেজি। বাঘের পা সিংহের চেয়ে ছােট। যার ফলে তার রয়েছে নিম্ন সেন্টার অফ গ্রাভিটি। যার ফলে বাঘ নিচু হয়ে আক্রমণ প্রতিরােধ করতে পারে এবং অধিক ভারসাম্য বজায় রাখতে পারে। উচ্চতা কম হলেও এটি লাফিয়ে উঁচু হয়ে আক্রমণ করতে পার,বাঘের মত সিংহ অগ্রভাগ উঁচু করে লড়াই করায় অতটা এক্সপার্ট নয়।

বাঘেরা সাধারণত একাকী শিকারে অভ্যস্ত। অন্যদিকে সিংহরা দল বেধে। ফলে বাঘের লড়াই বিষয়ক অভিজ্ঞতা একটি সিংহের চেয়ে বেশি। একই সাথে বাঘ সিংহের চেয়ে বেশি আক্রমণাত্মক। তারা আক্রমণের জন্য মনস্থির করলে সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ে,কিন্তু সিংহ সুযােগের অপেক্ষায় থাকে আর বুঝেশুনে আক্রমণে অংশ নেয়।

তাছাড়া সিংহের মস্তিষ্কের আকার বাঘের চেয়ে ছােট। গবেষণার ফল বলছে, বাঘের মস্তিষ্ক সিংহের চেয়ে ১৬ শতাংশ বড়। তাই আপেক্ষিক আর বিজ্ঞানের দৃষ্টিতে বলা যায় যে বাঘ আর সিংহের লড়াইয়ে বিজয় মুকুটটি বাঘের মাথাতেই থাকবে।

Author

  • Mehadi Bhuiyan

    শৈশব থেকেই ইতিহাস, মিথলজি আর শিল্পের অলিগলি আমার কাছে বিস্ময়কর মনে হতো। ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই বিস্ময়কে পরিণত করেছে ভালোবাসায়। আমি মনে করি, জগতকে বোঝার সেরা উপায় হলো পাঠ করা আর নিজের উপলব্ধিকে প্রকাশ করার সেরা মাধ্যম হলো লেখা। তাই কেবল জানানোর জন্য নয়, বরং লিখতে ভালোবাসি বলেই আমার এই শব্দযাত্রা। নতুনের সন্ধানে বিরামহীন ছুটে চলা আর সেই অভিজ্ঞতার নির্যাসটুকুই আমি এখানে ভাগ করে নিই।

    লেখক ও সম্পাদক, মুখোশ.নেট

    View all posts

Leave a Reply