You are currently viewing Bhober Pagol Lyrics | Coke Studio Bangla | Nigar Sumi × Jalali Set

Bhober Pagol Lyrics | Coke Studio Bangla | Nigar Sumi × Jalali Set

খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমির গিয়া রে
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমির গিয়া রে

এত করে ডাকলাম তরে
এত করে ডাকলাম তরে
তবু দেখা পাইলাম না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না

তুই পাগল তোর মনও পাগল
তুই পাগল তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না!
পাগল ছাড়া দুনিয়া চলে না!
পাগল ছাড়া দুনিয়া চলে না!
পাগল ছাড়া দুনিয়া চলে না!

মুর্শিদ আছে দেশে দেশে
এই জগতে কত বেশে রে
মুর্শিদ আছে দেশে দেশে
এই জগতে কত বেশে রে
ধরতে পারলে পাবিরে তুই
ধরতে পারলে পাবিরে তুই
বেহেশতেরই নজরানা
পাগল ছাড়া…
পাগল ছাড়া দুনিয়া চলে না

তুই পাগল তোর মনও পাগল
তুই পাগল তোর মনও পাগল
পাগল পাগল করিস না!
পাগল ছাড়া দুনিয়া চলে না



দমে দমে চালি
কই পালি শই বালি
শইজ লালি
পল্লীগীতি থেইকা পালাগান
আর ভাটিয়ালি
ভোম ভোলা সাঁই ভোম কালী দে তালি
বিডি র্যাপের গারদ পুরান ঢাকা কোতোয়ালি
পাগল এর দল জটলাতে
আস্তানায় মজমাতে
পট থিকা টোপলাতে
ঝোলা থেইকা পোটলাতে
আর জয় গুরু থেইকা
জয় বাবা লোকনাথে
বৈরাগী আন্ডারগ্রাউন্ড
কলিকাতার ভূতনাথে
শই জালাল
লাল কাপড় ভ্যাকে!
বিল এর ভিতরে ভাট্টি মানে হিল এর
উপরে মিল কইরা ঝিলপাড়ের জঙ্গলের,
মর্ডান কবি লেখে
আর ছাইড়া দিলে যেমনে পুরা দেশবাসী দেখে
জ জ জয় ভান্ডারী চিটাগাইংগা ব্যাকে
ধুঁয়ার চোটে কানা যেমনে নারিকেলের ধূপ মাইরা সেট
পাগলার কথা বাড়তি জালালি গ্রুপ এক এর
আর শনি থেইকা লইয়া সোজা গুরুবারে ঠ্যাকে



মাটির বাংলার শ্যামলা চামড়ার
মাঝি মাল্লা কৃষি কামলা
মর্জিনার দেওয়ানা
যাযাবর যতটি জটা পাগলা
ঢোলের তালে হেইলা দুইলা
নাইবা গাইয়া হাইসা খেইলা
জাল্লে জালালি জালা
ভবের বাড়ির জোলাভাত
গানের পাগল জাতের পাগল
জুইতের পাগল ভাতের পাগল
গোলে পাগল মালে পাগল
বাক্সে বন্দী লক্ষ পাগল
এ দুনিয়ার সবই পাগল
জাল্লে জালালি জালা
জাল্লে জালালি শই!


তুই পাগল, তোর মনও পাগল
তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলেনা
পাগল ছাড়া দুনিয়া চলেনা
পাগল ছাড়া দুনিয়া চলেনা
পাগল ছাড়া দুনিয়া চলেনা

আরো পড়ুন:  Bulbuli Lyrics | Coke Studio Bangla | Kazi Nazrul Islam