You are currently viewing দুষ্টু কোকিল গানের লিরিক –  Dusto Kokil Song Lyrics

দুষ্টু কোকিল গানের লিরিক – Dusto Kokil Song Lyrics

ফাগুন মাসে কাঁচা বাঁশে..
গুনগুনিয়ে ভ্রমর আসে..
হায়.. ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে…

প্রেমের লাগে বুকটা করে আ আ উ উ
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু…

দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু…

চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন
করো শুধুই ছলনা..

চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন
করো শুধুই ছলনা

হ্যাঁ, চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন
করো শুধুই ছলনা

থাকলে তুমি আশেপাশে
মনে আমার আবেগ আসে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ উ
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু…

দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু

নদীর বুকে চর
আমি কি তোর পর
আকাশ ভরা চাঁদের আলোয়
বাঁধবো সুখের ঘর…

নদীর বুকে চর
আমি কি তোর পর
আকাশ ভরা চাঁদের আলোয়
বাঁধবো সুখের ঘর…

ধিকি ধিকি জ্বলে আগুন
জলের ছিটায় নেভে না,
খোলা আছে মনের দুয়ার
বাইরে তুমি থেকো না..

ধিকি ধিকি জ্বলে আগুন
জলের ছিটায় নেভে না,
খোলা আছে মনের দুয়ার
বাইরে তুমি থেকো না..

পথ চেয়ে আছি বসে
কখন তুমি আসবে পাশে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ উ

দুষ্টু কোকিল ডাকেরে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজেরে কুকু কুকু, কুকু কুকু…

ফাগুন মাসে কাঁচা বাঁশে..
গুনগুনিয়ে ভ্রমর আসে..
হায়.. ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে…

প্রেমের লাগে বুকটা করে আ আ উ উ
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু…

Song Credit:
Song: Dushtu Kokil
গান: দুষ্টু কোকিল
Movie: TOOFANচলচ্চিত্রঃ তুফান
Director: Raihan Rafi
চিত্রনাট্য ও পরিচালনাঃ রায়হান রাফি

Singer: Kona & Akassh
কণ্ঠঃ কণা ও আকাশ

Tune: Akassh সুর ও সংগীতঃ আকাশ
Lyrics: Akassh গানের কথাঃ আকাশ

Leave a Reply