দেয়াল বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের লেখা একটি ইতিহাসাশ্রয়ী উপন্যাস যার ভিত্তি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। এটি তার রচিত সর্বশেষ উপন্যাস যা তার মৃত্যুর এক বছর পর ২০১৩ সালের অমর একুশে বই মেলায় গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত হবার পূর্বেই এই উপন্যাস নিয়ে বিতর্ক দেখা দেয় এবং তা আদালত পর্যন্তও গড়ায়। হাইকোর্টের পরামর্শানুযায়ী লেখক উপন্যাসটির প্রথম প্রকাশিত রূপের কিছু পরিবর্তন সাধন করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী তৎকালীন বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক চরিত্র এবং ঘটনাবলি এ উপন্যাসের উপজীব্য।
২০১১ সালের মাঝামাঝিতে হুমায়ুন আহমেদ দেয়াল রচনা শুরু করেন। সে সময় উপন্যাসের পাঁচটি পর্ব ধারাবাহিকভাবে অন্যদিন পত্রিকায় প্রকাশিত হয়। এরপর বেশ কিছুদিন বিরতির পর যুক্তরাষ্ট্রে তার ক্যানসার চিকিৎসা চলাকালে তিনি নতুন করে এটি রচনায় মনোনিবেশ করেন, যদিও শেষ পর্যন্ত উপন্যাসটির চূড়ান্ত রূপ দেয়ার সুযোগ পান নি। বইটি লেখার ক্ষেত্রে তিনি মুক্তিযুদ্ধ-পরবর্তী ইতিহাস নিয়ে লিখিত বহু গ্রন্থকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করেছেন, যার মধ্যে অ্যান্থনি মাসকারেনহাস রচিত বাংলাদেশ: রক্তের ঋণ গ্রন্থটি অন্যতম।
১
গল্প-উপন্যাস হলো অল্পবয়েসী মেয়েদের মাথা খারাপের মন্ত্র।
২
চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারও প্রেমে পড়তে নেই। অন্যেরা তাদের প্রেমে পড়বে, তা-ই নিয়ম।
৩
এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন। আর সবই মূল্যহীন।
৪
রাত এমন এক সময়, যখন মানুষ মুখোশ খুলে ফেলে। নিজের আসল রূপ তখনই দেখা যায়।
৫
জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না।আসলেই সৎ।তাঁর মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই।
৬
সবাই নিজের মতো করে জীবনকে বোঝে। বাস্তবতা কারো জন্য থেমে থাকে না।
৭
মৃত্যু যখন আসবে, তখন তার কাছে হার মানতেই হবে। মৃত্যু জিতবেই, এটাই তার নিয়ম।
৮
জীবন কোনোদিন থেমে থাকে না, থেমে থাকে মানুষ।
৯
দেশে এমন আইন থাকা উচিত যাতে বিয়ের আগে কোন মেয়ে ‘আউট বই’ পড়তে না পারে। বিয়ের পরে যত ইচ্ছে পড়ুক। মাথা খারাপ হলে সমস্যা নাই। মাথা ঠিক করার লোক আছে। স্বামীর সঙ্গে আদর-সোহাগে দিন কাটালে মাথা লাইনে চলে আসবে।
১০
প্রকৃতির কোনো অহংকার নেই। তাই সে এত সুন্দর, এত নিঃস্বার্থ।
১১
কিছু বিদ্যা মানুষের ভিতর থাকে। সে নিজেও তা জানে না।
১২
তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারে নি।আমি কখনো পাপকর্মের সাথে জড়িত ছিলাম না।আমি নিষ্পাপ।
১৩
মানুষই একমাত্র প্রাণী, যে পুরোপুরি সফল জীবন পার করার পরও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে।
১৪
গৃহশিক্ষক আর ছাত্রীর প্রেম শুরু হয় টেবিলের তলায় পায়ের ঠোকাঠুকিতে,তারপর বই লেনদেন।বইয়ের ভিতর চিঠি।
১৫
মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে।
১৬
যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়।
১৭
মানুষ এবং পশু শুধু যে বন্ধু খোঁজে তা না, তারা প্রভুও খোঁজে।