Gul Bahar Song Lyrics - গুলবাহার গানের লিরিক - Ishaan & Shuvendu Das Shuvo

Gul Bahar Song Lyrics – গুলবাহার গানের লিরিক – Ishaan & Shuvendu Das Shuvo

লাল বাজারে গলির মোড়ে
পান দোকানের খরিদ্দার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার
লাল বাজারে গলির মোড়ে
পান দোকানের খরিদ্দার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার
তুলনা যে হয় না তার
হোসনে আরা গুলবাহার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!
চালাক চতুর ভঙি মাখা
কারসাজি তার বেজায় খুব
নাস্তানাবুদ হয়ে শেষে
প্রেম দরিয়ায় দিলাম ডুব
চালাক চতুর ভঙি মাখা
কারসাজি তার বেজায় খুব
নাস্তানাবুদ হয়ে শেষে
প্রেম দরিয়ায় দিলাম ডুব
দরখাস্ত আদান-প্রদান
আদর, সোহাগ
রাগ, অভিমান
দরখাস্ত আদান-প্রদান
আদর, সোহাগ
রাগ, অভিমান
পথে-ঘাটে ইনতেজার
হোসনে আরা গুলবাহার!
মুসাফিরি দিশেহারা
বান্ধা প্রেমের কাফেলায়
কেচ্ছা গজল মেহফিলে
হাঙ্গামা মাতে জলসায়
মুসাফিরি দিশেহারা
বান্ধা প্রেমের কাফেলায়
কেচ্ছা গজল মেহফিলে
হাঙ্গামা মাতে জলসায়
হঠাৎ একদিন গায়েব হয়ে
ঘায়েল করে এ আমারে
করলো প্রেমের ইশতাহার
হোসনে আরা গুলবাহার
খোশমেজাজি মন তাহার
নাজির হলো ঘুম আমার
নাম ছিল তার গুলবাহার
দেখতে ভারী চমৎকার
তুলনা যে হয় না তার
হোসনে আরা গুলবাহার
বাকের আলীর আদুরে মেয়ে
নাম ছিল তার গুলবাহার!

Author

  • mukhoshblog

    "সবাই পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না।"

    -— লিও তলস্তয়

    View all posts

Leave a Reply