You are currently viewing আব্রাহাম লিংকন এর উক্তি | ১৫ টি বিখ্যাত উক্তি

আব্রাহাম লিংকন এর উক্তি | ১৫ টি বিখ্যাত উক্তি

আব্রাহাম লিংকন (১২ ফেব্রুয়ারি ১৮০৯ – ১৫ এপ্রিল ১৮৬৫) একজন মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সালে তার হত্যার আগপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি ছিলেন। নৈতিক, সাংস্কৃতিক, সাংবিধানিক এবং রাজনৈতিক সঙ্কট তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ইউনিয়ন সংরক্ষণ, দাসত্ব বিলোপ, ফেডারেল সরকারকে মজবুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আধুনিকীকরণে সফল হন।

চলুন পড়ে নেয়া যাক আব্রাহাম লিংকন এর ১৫ টি বিখ্যাত উক্তি।


আব্রাহাম লিংকনের ঐতিহাসিক চিঠিঃ

মাননীয় মহাশয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন- এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন – সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে

যার মা আছে সে কখনও গরীব নয়। আমি যা, বা যা হতে চাই না কেন আমি আমার মায়ের কাছে ঋণী।

মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি ।শাস্তির চেয়ে ক্ষমা মহৎ।

গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি; কিংবা কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে—এটা ভেবে আনন্দিতও হতে পারি।

বিবাহ স্বর্গ বা নরক কোনটাই নয়, এটি কেবল শোধনের ব্যবস্থা।

জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য…

আমি হাসি কারণ আমি কাঁদলে চলে না।

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।

চরিত্র হচ্ছে গাছের মত, পরিচিতি ছায়ার মত।

যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘণ্টা সময় থাকে।। তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ঘণ্টা ব্যায় করব।

আরো পড়ুন:  চাণক্য নীতি বাণী | চাণক্যের ৬০ টি মূল্যবান নীতি বানী

১০

যারা অপেক্ষা করে তারাই পাই, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে।

১১

শাস্তির চেয়ে ক্ষমা মহৎ।

১২

তুমি যা-ই হও না কেন ভাল কিছু হও।

১৩

কোন মানুষেরই একজন সফল মিথ্যাবাদী হওয়ার মত যথেষ্ট স্মৃতিশক্তি নেই।

১৪

চরিত্র হচ্ছে গাছের মত, পরিচিতি ছায়ার মত।

১৫

যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও।

Leave a Reply