You are currently viewing জন মিল্টনের উক্তি : ইংরেজ মহাকবির ২০ টি বিখ্যাত উক্তি

জন মিল্টনের উক্তি : ইংরেজ মহাকবির ২০ টি বিখ্যাত উক্তি

জন মিল্টন (৯ ডিসেম্বর ১৬০৮ – ৮ নভেম্বর ১৬৭৪) ছিলেন সপ্তদশক শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক এবং কমনওয়েলথ অব ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী। তার প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট এর কারণে তিনি সমধিক পরিচিত। কয়েক শতাব্দী শীর্ষ ইংরেজ কবির অবস্থানে থাকার পর বিংশ শতাব্দীর মাঝামাঝি টি এস এলিয়ট ও এফ আর লেভিস এর জনপ্রিয়তার কাছে তার শীর্ষস্থান হুমকির মুখে ছিল। কিন্তু বিভিন্ন সামাজিক ও সাহিত্য জার্নালের কল্যাণে মিল্টনের অবদান একুশ শতাব্দীতেও অটুট রয়েছে।

মৃত্যুর হচ্ছে সেই সোনালী চাবি যা অমরত্বের দুয়ারকে খুলে দেয়।

স্বর্গে চাকর হওয়ার চেয়ে নরকে শাসক হওয়া ভালো।

জীবনকে ঘৃণা কোরো না জীবন কে ভালবাসতে শেখো। ভালবাসা দিয়ে এবং ভালবাসা পেয়ে তোমার ক্ষণিক জীবন স্বর্গীয় সুষমায় উদ্ভাসিত করে তোল।

আমাকে জানার, কথা বলার আর নিজের মতো তর্ক করার স্বাধীনতা দাও — সব স্বাধীনতার চেয়ে এটাই সবচেয়ে দরকারি।”
— জন মিল্টন, Areopagitica

নরক থেকে আলোয় যাওয়ার পথ দীর্ঘ এবং কষ্টের।

আশা চলে গেল, আর সঙ্গে সঙ্গে ভয়ও চলে গেল।

কখনো কখনো একা থাকাই সবচেয়ে ভালো সঙ্গ।

সৌভাগ্য হলো পরিকল্পনার ফলস্বরূপ।
— জন মিল্টন

মন চাইলে নরককেও স্বর্গ মনে হতে পারে, আবার স্বর্গকেও নরক বানিয়ে ফেলতে পারে।

১০
জ্ঞান কি নিষিদ্ধ? এটা কি পাপ হতে পারে? এটা কি মৃত্যুর কারণ হতে পারে?
— জন মিল্টন, Paradise Lost

১১

বই কোনো মরা জিনিস নয়। বইয়ের মধ্যে একটা জীবন্ত শক্তি থাকে, ঠিক যেমন লেখকের প্রাণ ছিল যিনি বইটা লিখেছেন। আসলে, বই যেন একটা ছোট পাত্র, যেখানে লেখকের জ্ঞান আর চিন্তার সবচেয়ে ভালো অংশটা রাখা থাকে।

১২

বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।

১৩

ঘুমের সাথে রাতের কি সম্পর্ক?

১৪

যে নিজেকে শাসন করে এবং নিজের আবেগ, আকাঙ্খা, ভয়কে শাসনে রাখতে পারে, সে রাজার চেয়েও বড়।

১৫

এমনকি শয়তানরাও উৎসাহ পায় যখন তাদের নেতা হারিয়ে যায় না।”
— জন মিল্টন, Paradise Lost

১৬

আমি অস্বীকার করব না, তবে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে সর্বোত্তম ক্ষমা চাওয়া হল নীরবতা এবং সহনশীলতা, এবং অসৎ কথার বিরুদ্ধে সৎ কাজ।

১৭

নির্দোষিতা একবার হারিয়ে গেলে আর ফেরত পাওয়া যায় না। অন্ধকার একবার আবির্ভাব হলে আর হারায় না।

১৮

জাগ্রত হও, জেগে ওঠো বা চিরকালের জন্য পতিত হও।

১৯

নীরবতা সুখী ছিল।”
— জন মিল্টন

২০

সকালের সূর্য যেমন দিবসের প্রতিচ্ছবি, বাল্যকালও মহৎ মানুষের প্রতিচ্ছবি।

Mehadi Bhuiyan

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.

Leave a Reply