You are currently viewing ওয়ারেন বাফেট এর উক্তি : ৩০ টি অনুপ্রেরণামূলক উক্তি

ওয়ারেন বাফেট এর উক্তি : ৩০ টি অনুপ্রেরণামূলক উক্তি

ওয়ারেন এডওয়ার্ড বাফেট ( জন্মঃ ৩০ আগস্ট ১৯৩০) একাধারে একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষী ব্যক্তি। ওয়ারেন বাফেটকে বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়। বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী। তিনি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন।২০১১ সালে বাফেট বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন। ২০১২ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ঘোষণা করেছিল।

ওয়ারেন বাফেট বিপুল ধনসম্পদের মালিক হওয়া সত্ত্বেও অত্যন্ত মিতব্যয়ী। বাফেট একজন প্রখ্যাত জনহিতৈষী ব্যক্তি। তিনি তার সম্পদের ৯৯ ভাগ জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে অঙ্গীকার করেছেন। ২০১২ সালে তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে। ৩ মে ২০২৫ নেব্রাস্কার ওমাহা শহরে অনুষ্ঠিত বার্কশায়ার হ্যাথাওয়ে-র বার্ষিক শেয়ারহোল্ডার সভায় বাফেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তিনি ২০২৫ সালের শেষে সিইও পদ থেকে অবসর নেবেন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেল নতুন সিইওর দায়িত্ব নিবেন।

কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরী করুন।

যদি কোনওকিছু ১০ বছর ধরে করার ইচ্ছে না থাকে, তবে সেটা ১০ মিনিট করাও বোকামী।

প্রতিদিন ৫০০ পৃষ্ঠা বই পড়,জ্ঞান হলো চক্রবৃদ্ধি সুদের মতো, যত পড়বে, ততোই বাড়বে।

যদি তুমি বিরামহীন ভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তবে শিঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রী করা শুরু করতে হবে।

আপনার পা পানিতে ডুবিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না৷

খরচের পরে যা বাকি থাকে- তা জমানোর বদলে, জমানোর পরে যা বাকি থাকে – তা খরচ কর।

কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না ৷ অর্থাৎ, একটি মাত্র ক্ষেত্রে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন অনেকগুলো খাতে ইনভেষ্ট করুন,যাতে মূলধন হারানোর ঝুঁকি কম থাকে।

আজ কেউ ছায়ায় বসে আছে, কারণ বহু আগে সেখানে কেউ একটা গাছ লাগিয়েছিল।

সততা খুবই দামী একটি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না!

১০

ব্যবসার ক্ষেত্রে ভবিষ্য‌ৎ পরিকল্পনার আগে পেছনের ভুল থেকে শিক্ষা নেয়া বেশি জরুরী।

১১

সুযোগ খুব কমই আসে। সোনার বৃষ্টি হলে বালতি বের করে দাও, ঠোঁট নয়।

১২

সততা একটি মহা মূল্যবান গুণ। সস্তা লোকদের কাছ থেকে এটা কখনওই আশা করো না।

১৩

মর্যাদা তৈরি করতে ২০ বছর লাগে, তবে তা নষ্ট করতে লাগে ৫ মিনিট।

১৪

১আমি ১১ বছর বয়সে প্রথম বিনিয়োগ করি, তার আগ পর্যন্ত আমি শুধু সময় নষ্ট করেছি।

১৫

এমন কোন ব্যবসায় বিনিয়োগ করিয়েন না, যা আপনি বোঝেন না।

১৬

তোমার মাঝে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র।

১৭

ভালোবাসা হলো পিতামাতা দিতে পারে এমন সবচেয়ে বড় সুবিধা।

১৮

মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে, সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ।

১৯

তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে; আর যতক্ষণ তুমি ‘না’ বলা না শিখছ, ততক্ষণ এটা সম্ভব নয়। অন্য কাউকে তোমার জীবনের পথ ঠিক করতে দিও না।

২০

কর্মীদের এমন ভাবে চালিত কর, যেন তোমার সাফল্যের ওপরই তাদের ভালো থাকা-খারাপ থাকা নির্ভর করে।

২১

সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতা অসাধারণ।

২২

আমি সবসময়েই জানতাম, আমি একদিন ধনী হব। জীবনে এক মিনিটের জন্যও এ বিষয়ে সন্দেহ করিনি।

২৩

বেশিরভাগ মানুষের স্বভাব হলো, সহজ জিনিসকে জটিল করে ফেলা।

২৪

আমাকে তোমার আদর্শ ব্যক্তির নাম বল, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব।

২৫

সবচেয়ে বড় ঝুঁকি হলো তুমি কি করছ সেটা না জানা।

২৬

যদি এমন কোনও পথ বের করতে না পার, যা তোমার ঘুমের সময়েও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে।

২৭

যদি তুমি পৃথিবীর ১% ভাগ্যবানের একজন হও,
তবে বাকি ৯৯% এর উন্নতির কথা ভাবা তোমার দায়িত্ব।

২৮

তোমার আগ্রহ না থাকলে শক্তি থাকবে না। শক্তি না থাকলে তোমার কিছুই থাকবে না।

২৯

সাফল্যের সূত্র ০১: কখনও টাকা নষ্ট করো না। সূত্র ০২: কখনওই সূত্র ০১ ভুলো না।

৩০

ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে।

Leave a Reply