You are currently viewing ডেমোক্রিটাসের বিখ্যাত উক্তি

ডেমোক্রিটাসের বিখ্যাত উক্তি

ডেমোক্রিটাস প্রাচীন গ্রিসের বিখ্যাত পরমাণুবাদী দার্শনিক। তাকে বলা হয়েছে তার সময়ের সবচেয়ে বিদ্বান ও ধনী ব্যক্তি। তিনি লিউকিপ্পোসের কাছে অধ্যয়ন শেষ করে মিশর ও পারস্য ভ্রমণ করেন এবং দেশে ফিরে এসে অধ্যাপনা ও গ্রন্থ রচনায় মন দেন। প্রায় ৭২টি বই তিনি লিখেছিলেন।
কিন্তু তার রচনার খুব সামান্য অংশই মুলাকারে পাওয়া গেছে এবং অন্যের লেখায় তার সম্পর্কে যেসমস্ত উল্লেখ আছে তা থেকেই তার সম্বন্ধে জানতে হয়। অত্যন্ত যুক্তিবাদী ও আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী দার্শনিক দেমোক্রিতোস তার পারমাণবিক প্রতীতির জন্যই সর্বাধিক পরিচিত।

একজন সৎবন্ধু যার নাই তার জীবন দুঃসহ।

পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলেমেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ৷

অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম৷

যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হইয়াও যে অসুখী সে দুর্ভাগাই বটে।

সন্তুুষ্টির দ্বারা সীমিত সম্পদের মোহ চরম দরিদ্রতা হতেও বেদনাদায়ক, কারণ বৃহত্তর লোভ বৃহত্তর অভাবের সৃষ্টি করে।

সন্তুুষ্টির দ্বারা সীমিত সম্পদের মোহ চরম দরিদ্রতা হতেও বেদনাদায়ক, কারণ বৃহত্তর লোভ বৃহত্তর অভাবের সৃষ্টি করে।

সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।

আরো পড়ুন:  মধ্যবিত্ত নিয়ে উক্তি : মধ্যবিত্ত নিয়ে ৩০ টি বিখ্যাত উক্তি

Leave a Reply