You are currently viewing ম্যাক্সিম গোর্কির উক্তি : মাক্সিম গোর্কির ১০ টি বিখ্যাত উক্তি

ম্যাক্সিম গোর্কির উক্তি : মাক্সিম গোর্কির ১০ টি বিখ্যাত উক্তি

আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেশকভ (রুশ: Алексей Максимович Пешков) বা মাক্সিম গোর্কি (মার্চ ২৮, ১৮৬৮ – জুন ১৮, ১৯৩৬) ছিলেন একজন রুশ, সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং একজন রাজনৈতিক কর্মী। তিনি নিজেই তার সাহিত্যিক ছদ্মনাম হিসেবে ‘গোর্কি’ অর্থাৎ ‘তেতো’ নামকে বেছে নেন। তার অনেক বিখ্যাত রচনার মধ্যে ‘মা’ একটি কালজয়ী উপন্যাস। তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য পাঁচবারের মনোনীত হয়েছিলেন।

একজন লেখক হিসেবে সফল হওয়ার প্রায় ১৫ বছর আগে থেকে তিনি প্রায়শই চাকরি পরিবর্তন করেছিলেন এবং রাশিয়ার বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়াতেন; এই অভিজ্ঞতাগুলি পরে তাঁর লেখার উপর প্রভাব ফেলেছে। গোর্কি উদীয়মান মার্কসবাদী সামাজিক-গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি বলশেভিক পার্টির সাথে কিছুদিন যুক্ত থেকে কাজ করেছিলেন। তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য অংশের জন্য তিনি রাশিয়া এবং পরে সোভিয়েত ইউনিয়ন থেকে নির্বাসিত হয়েছিলেন।

১# “কেবল মায়েরাই ভবিষ্যতের কথা ভাবতে পারে কারণ তারা তাদের সন্তানদের মধ্যেই এটির জন্ম দেয়।”

~ ম্যাক্সিম গোর্কি(মা)

২#  “শ্রম ও সৃজনের বীরত্বের চেয়ে গরিয়ান আর কিছু পৃথিবীতে নেই।” 

৩# একজন ভালো মানুষ নির্বোধ হতে পারেন। কিন্তু একজন খারাপ মানুষের অবশ্যই মগজ থাকতে হবে।

৪# নিজের একটা চিন্তা অন্যের কাছ থেকে ধার করা দুটো চিন্তার চেয়ে অনেক বেশি দামী।

৫# যখন আপনার কাজটি আপনি আনন্দের সাথে করবেন, জীবন তখন আনন্দের মনে হবে। আর যখন  কাজটি কর্তব্য মনে হবে, জীবন তখন দাসত্ব মনে হবে।

৬# মিথ্যা দাস ও প্রভুদের ধর্ম।  সত্যই মুক্ত মানুষের দেবতা।

৭# একমাত্র সঙ্গীতেই আপনি সবকিছু শুনতে পারেন।

৮# আমরা সবাইকে হত্যা করি, আমার প্রিয়। কাউকে বুলেট দিয়ে, কাউকে শব্দ দিয়ে, এবং সবাইকে আমাদের কাজ দিয়ে। আমরা মানুষকে তাদের কবরে নিয়ে যাই, এবং এটি দেখতেও পাই না এবং অনুভবও করি না।

৯# আমাদের সবচেয়ে নির্দয় শত্রু আমাদের অতীত।

১০# ইংরেজি ভাষার সবচেয়ে সুন্দর শব্দ হলো ‘নট গিলটি’।

Mehadi Bhuiyan

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.

Leave a Reply