You are currently viewing মেমসাহেব উপন্যাসের উক্তি : ২৫ টি উক্তি

মেমসাহেব উপন্যাসের উক্তি : ২৫ টি উক্তি

পৃথিবীতে সবাই সৌন্দর্য খোঁজে, কিন্তু বাচ্চু মেমসাহেবকে সৌন্দর্য দিয়ে বিচার করেনি বরং তিনি মেমসাহেবকে কালো কুচকুচে মেমসাহেব বলেছেন।

বাচ্চু ছিলেন একজন সাধারণ সাংবাদিক। মেমসাহেব তার জীবনে এসে তার সম্পুর্ন জীবন পরিবর্তন করে দিয়েছে এবং নতুন পরিচয় দিয়েছে। তাদের নতুন জীবন নিয়ে  কত পরিকল্পনা, কত শখ, কত ইচ্ছে সবকিছু অসম্পূর্ণ রেখে মেমসাহেব বিদায় হলো এবং সাথে সাথে লেখক পাঠকদের কাঁদিয়ে দিলেন। 

এই ব্লগ পোস্টে থাকছে নিমাই ভট্টাচার্যের লেখা বিখ্যাত উপন্যাস ম্যামসাহেব এর কিছু অসাধারণ উক্তি সংলাপ ও লাইন।

১#

যে জীবনে ভালোবাসা পায়, সে আর কিছু পায় না। যে জীবনে আর সব কিছু পায়, সে ভালোবাসা পায় না।

২#

স্নেহ ভালোবাসা দেওয়া সহজ কিন্তু বিনিময়ে তার মর্যাদা পাওয়া দুর্লভ।

৩#

আকাশে কালো মেঘ দেখা দিলেই বৃষ্টিপাত হয় না; সে কালো মেঘে জলীয়বাষ্প থাকা দরকার। 

৪#

মানুষের মন লজিকের প্রফেসর বা বিচারকের পরামর্শ বা উপদেশ মেনে চলে না। 

৫#

জগন্নাথঘাটে রজনীগন্ধার পাইকারি বাজার দেখে কোনো কবির কাব্যচেতনা জাগবে না; কিন্তু প্রেয়সীর সঙ্গে একটু রজনীগন্ধার সজ্জা অনেকের মনে দোলা দেবে। ঝুড়িবোঝাই রজনীগন্ধার চাইতে লম্বা ফ্লাওয়ার ভাসের মধ্যে দু’চারটে স্টিক দেখতে অনেক ভালো লাগে। 

৬#

পৃথিবীর ইতিহাস কি শুধু পুরুষদের বিশ্বাসঘাতকতার কাহিনীতেই ভরা? 

৭#

অতীত-বর্তমান হচ্ছে ক্যানভাস আর ব্যাকগ্রাউন্ড মাত্র, ছবিটা এখনও আঁকা বাকি। 

৮#

স্নেহ -ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়।

৯#

Truth is stranger than friction 

১০#

হাসপাতালে হাসিখুশি ভরা নার্সদের কত আপন, কত প্রিয় মনে হয়। কিন্তু হাসপাতালের বাইরে? সমাজ জীবনের বৃহত্তর পরিবেশে? ক’জন পারে তাদের আপন জ্ঞানে সমাদর করতে? 

১১#

আমি জানি, আমার কালো মেমসাহেবের চাইতে অনেক মেয়ে সুন্দরী, অনেকেই ওর চাইতে অনেক অনেক বেশি শিক্ষিতা। তবে এ কথাও জানি- আমার জন্য এই পৃথিবীতে একটি মাত্র মেয়েই এসেছে এবং সে আমার ঐ মেমসাহেব!

১২#

কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত অন্য কোন ছেলের সঙ্গে আমার বিয়ে হতে পারতো, হয়তো সে তোমার চেয়ে ঢের বেশি রোজগার করতো! কিন্তু আমার মনে হয়- ‘ সুপ্রতিষ্ঠিত পুরুষের হৃদয়ে স্ত্রীর প্রতিষ্ঠা পাওয়া খুব দুর্লভ!

১৩#

সীতার গর্ভেই বোধহয় বাঙালির পূর্বপুরুষদের জন্ম। তা না হলে সমগ্র বাঙালি জাতি এমন অভিশাপগ্রস্ত কেন হলো? 

১৪#

শুধু ইট-কাঠ-সিমেন্ট হলেই তো একটা সুন্দর বাড়ি হয় না! আর্কিটেক্ট চাই, ইঞ্জিনিয়ার চাই, মিস্ত্রি চাই। সোনার তালের দাম থাকতে পারে কিন্তু তার সৌন্দর্য নেই, স্বর্ণকারের হাতে সেই সোনা পড়লে কত সুন্দর গহনা হয়! মেমসাহেব তুমি আমার সেই আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, শিল্পী!

১৫#

ফুল হাতা শার্টের হাতা না গুটিয়ে পরলে বোকা বোকা মনে হয়। 

১৬#

কিন্তু আমার মনে অনেক দুঃখ থাকলেও আক্ষেপ নেই, বেদনা থাকলেও ব্যর্থতার গ্লানি নেই।

১৭#

মানুষের জীবনে প্রথম ও প্রধান নারী হচ্ছে মা। 

১৮#

আমি যে অধিকার ওকে দিতে পারিনি, সে অধিকার আমি উপভোগ করি কোন সুখে ? 

১৯#

শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই হোক, প্রেমপত্র সেন্সর করতে মেয়েরা তো শিরোমনি। 

২০#

প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস- তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। 

২১#

একটু থেমে দৃষ্টিটা একবার ঘুরিয়ে নিয়ে আমার মুখের কাছে মুখটা এনে বলল, ‘তুমিও তো আর এক রাবণ। ডাকাত কোথাকার! দিনে দুপুরে কলকাতা শহরের মধ্যে আমাকে চুরি করলে। 

২২#

ভগবান সবাইকে কণ্ঠস্বর দিয়েছেন। কিন্তু সবার কণ্ঠেই কি সুর আছে? আছে মিষ্টত্ব? নেই। কণ্ঠ থাকলেই কি সব কথা বলা যায়? 

২৩#

জীবনে সুপ্রতিষ্ঠিত কোন মানুষের আমন্ত্রণ এলে পঞ্চাশ টাকার এই রিপোর্টারকে নিশ্চয়ই তোমার ভুলে যেতে কষ্ট হবে না। 

Leave a Reply