You are currently viewing হুমায়ূন আহমেদ এর নক্ষত্রের রাত নাটকের বাছাই করা ১০ টি অসাধারণ উক্তি

হুমায়ূন আহমেদ এর নক্ষত্রের রাত নাটকের বাছাই করা ১০ টি অসাধারণ উক্তি

নক্ষত্রের রাত কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদ পরিচালিত একটি কালজয়ী নাটক। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত নাটকটি বিটিভিতে প্রথম প্রচারিত হয় ১৯৯৫ সালের ১৭ই ফেব্রুয়ারি। প্রিয় পাঠক নক্ষত্রের রাত নাটকের কিছু বিখ্যাত সংলাপ ও উক্তি এই ব্লগ পোস্টে তুলে ধরেছি।

১#

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, পরিবারের সবাই যখন একটি বিষয়ে একসাথে হাসাহাসি করে।

২#

ভালোবাসা হল, কাচা সবজীর মত আর হৃদয় হল ফ্রীজের মত। কাচা-সবজী ফ্রীজের ঠান্ডায় রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায়। যার ফ্রীজ যত ঠানডা তার ভালোবাসা তত দিন টিকে।

৩#

কান্দার দৃশ্যও মধুর কিন্তু কান্দতে হবে একসঙ্গে।

৪#

মানুষ এক সময় না এক সময় জয়ী হয়। পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয় নাই।

৫#

এমন একজন মানুষ খুঁজে বের করতে হবে, যার মধ্যে বুদ্ধির চেয়ে ভালোবাসার পরিমাণ থাকবে বেশি।

৬#

বিশাল খোলা মাঠে একা থা যায় , কিন্তু ছোট্ট একটা বাড়িতে একা থাকা যায়না

৭#

যতই আমি দূরে যেতে চাই, ততই আসি কাছে। আমার গায়ে, তোমার গায়ের গন্ধ লেগে আছে।

৮#

শখ-ই যদি মপটাতে না পারলাম, মানুষ হয়ে জন্মে কি লাভ নেরি কুত্তা হয়ে জন্মালে ক্ষতি কি ছিলো।

৯#

কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে? কষ্ট হলো মনের আগুন, বুকের মধ্যে জ্বলে।

আরো পড়ুন:  কুখ্যাত উক্তি : ১২ টি কুখ্যাত উক্তি