You are currently viewing আল্লামা ইকবালের ২৫ টি বাণী ও উক্তি

আল্লামা ইকবালের ২৫ টি বাণী ও উক্তি

মুহাম্মদ ইকবাল বা আল্লামা/স্যার মুহাম্মদ ইকবাল ( ৯ নভেম্বর, ১৮৭৭ – ২১ এপ্রিল, ১৯৩৮) ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি এবং উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

তাঁকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্যও মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদৃত ছিলেন। মুহাম্মাদ ইকবালকে আল্লামা ইকবাল হিসেবে অধিক সম্বোধন করা হয়। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হিসেবে সমাদৃত।

এই ব্লগ পোস্টে আল্লামা ইকবালের ২৫ টি অসাধারণ বাণী তুলে ধরা হয়েছে।

১#

রাজনীতির মূল রয়েছে মানুষের আত্মিক জীবনের গভীরে।

২#

ধর্ম কোনো মতবাদ নয়, কোনো পৌরহিত্য নয়, কোনো অনুষ্ঠান নয়, বরং ধর্ম এমন একটি জীবনবিধান যা মানুষকে বিজ্ঞানের যুগেও তার দায়িত্ব পালনে প্রস্তুত করে এবং তার প্রতীতিকে দৃঢ় সক্ষম করে দেয়, যার ফলে সে সত্যোপলব্ধিতে সক্ষম হয়ে উঠে।

৩#

নীতিবোধ ও সুষ্ঠু জীবনবোধ ছাড়া শিল্প বিজ্ঞান সব ব্যর্থ। সত্যের মূর্ত প্রতীক প্রতিচ্ছবি হল শিল্প বিজ্ঞান।

৪#

যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতীর জন্য বিষ বলে গন্য করেছেন।

৫#

মানুষ সজাগ সচেতন নয়, কিছুক্ষন পর কি ঘটবে তার জীবনে তা তার জানা নেই, অথচ হাজার বছর বেঁচে থাকার উপায় উপকরণ যোগাড়ে ব্যস্ত।

৬#

ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি।

৭#

হে খোদা আমার অন্তরের একমাত্র আকাংখা ছড়িয়ে দাও আমার দৃষ্টির আলো সবার উপর।

৮#

গুরু প্রেমে যদি কাফের ফতোয়া নাই পাই, তবে পীর পূজারী হবো কি করে!

৯#

খুদী এইরূপ উন্নত কর যে, তোমার প্রতিটি ভাগ্যলিপি লিখার পূর্বে খোদা যেন শুধান, কি তোমরা অভিপ্রায়।

১০#

হে খোদা আমার অন্তরের একমাত্র আকাংখা ছড়িয়ে দাও আমার দৃষ্টির আলো সবার উপর।

১১#

যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতীর জন্য বিষ বলে গন্য করেছেন।

আরো পড়ুন:  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি | শরৎচন্দ্রের ৪০ টি বিখ্যাত উক্তি

১২#

ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি।

১৩#

ধর্মের উদ্দেশ্য বিভিন্ন বিশেষায়িত নারীর অভিজ্ঞতার আসল তাৎপর্য অনুধাবন করা।

১৪#

আমার দৃষ্টিতে দেশ প্রেম এবং দেশ পূজা এক কথা নয়।

১৫#

খোদা তোমার রহস্যময় পোশাকের ভেতরেই তোমার আমিটির ভেতর লুকিয়ে আছেন।

১৬#

ঈমান, চিন্তা ও আবিষ্কার সুন্দর জীবনের তিনটি নক্ষত্র।

১৭#

দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ার।

১৮#

তোমার পথ তো আমিরি নহে, বরং ফকিরিই তোমার জন্য প্রযোজ্য।

১৯#

সত্ত্বারে কর সাধনায় তব উন্নত এতখানি; খোদা যেন খোদ মজবুর হয়ে, শুধায় তোমারে- বল নির্ভয়ে কি দেব তোমায়? পেতে চাও তুমি কেমন জীবন।

২০#

খুদিকে (আত্মাকে) এইরুপ উন্নত কর যে, তোমার প্রতিটি ভাগ্যলিপি লিখার পূর্বে খোদা যেন শুধান, কি তোমার অভিপ্রায়।

২১#

স্কুলে অধ্যায়ন করে নয়, কিতাবের পাতা পড়ে নয়। প্রকৃত মানুষ তৈরী হয়, বুযুর্গদের একটি মাত্র নজরে।

২২#

ওগো নবীজী! আপনার ভালবাসা যদি, নামাজে আমার না দেয় দিশা, ব্যর্থ আমার রুকু-সিজদা, নামাজে দাড়ানো সবই বৃথা।

২৩#

হে খোদা! যে বেহেশত বানিয়েছ ওটা মোল্লাদেরকে দিয়ে দাও। আমি বেহেশত চাইনা, শুধু তোমার রহস্যের মাঝে ডুবে থাকতে চাই।

২৪#

গুরু প্রেমে যদি কাফের ফতোয়া নাই পাই, তবে পীর পূজারী হবো কি করে!

২৫#

চলো আমরা মোমবাতির মত বাঁচি, নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে আলোকিত করি।