বাংলা সাহিত্যের বিখ্যাত কবি লেখক ও সাহিত্যিকদের বলা অসাধারণ সব উক্তি ও কথামালা দিয়ে সাজানো হয়েছে লেখাটি। যেসব পড়লে জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। পরিবর্তন করবে নিজের দৃষ্টিভঙ্গি। এই লেখায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত সব লেখকদের বিখ্যাত উক্তিগুলো দিয়ে সাজানো হয়েছে।
১#
মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে |
~ কাজী নজরুল ইসলাম
২#
পথিক, তুমি পথ হারাইয়াছো?
~ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩#
আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।এটি কোনো আদর্শের কথা নয়; এটি একটি বাস্তব সত্য। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-লুঙ্গি-দাড়িতে ঢাকবার জো-টি নেই।
~ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
৪#
“নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি।”
~শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর)
৫#
‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা।’
~ উপন্যাস লালসালু, সৈয়দ ওয়ালীউল্লাহ
৬#
আজকাল শিক্ষক ও লেখকদের বাসায় সাধারণত তুমি কোন বই পাবে না। কাউকেই দেখবে না যে বাস বাস বই পড়ছে। তবে তাদেরকাছে একটা বই তুমি পাবেই। সেটা হল চেক বই।
~ সৈয়দ মুজতবা আলী
৭#
একজন প্রতিভাবান ক্রিমিনাল – এর মানসিকতাকে আমি ঘৃণা করি কিন্তু মস্তিষ্ককে শ্রদ্ধা করি।
~ব্যোমকেশ বক্সী- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
৮#
বড় প্রেম শুধু কাছেই টানে না—ইহা দূরেও ঠেলিয়া ফেলে।
~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯#
যে ক্ষুধার্ত নয়, তাকেই বেশি করে খাওয়াতে চায়।
~ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১০#
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
~ সুকান্ত ভট্টাচার্য
১১#
কৃতজ্ঞতা একটা বিষম বোঝা। অনেকেই সারাজীবন এ বোঝা বহনে অক্ষম। তাই এই বোঝা ঝেড়ে ফেলে উপকারী ব্যক্তির শত্রুতা করে তারা স্বস্তি বোধ করে।
~ সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সময় (উপন্যাস)
১২#
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।
~ কৃষ্ণচন্দ্র মজুমদার
১৩#
নারী জন্ম তো দেখলাম, পরের জন্মে পুরুষ হয়ে দেখব কেমন লাগে।
~ আশাপূর্ণা দেবী
১৪#
❝যে ছেলে চাবা-মাত্রই পায়,চাবার পূর্বেই যার অভাবমোচন হতে থাকে ; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনো কালে সুখী হতে পারে না।❞
~ কর্মফল(গল্পগুচ্ছ), রবীন্দ্রনাথ ঠাকুর
১৫#
যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
~ শেরে বাংলা এ. কে. ফজলুল হক
১৬#
খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয়নি! হয়েছে সুসম বন্টনের অভাবে।
~ অমর্ত্য সেন
১৭#
হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি।
~ কৃতদাসের হাসি,শওকত ওসমান
১৮#
সমাজে দুর্নীতি বেড়ে গেলে ধর্ম চর্চা বেড়ে যায়।
~ হুমায়ুন আজাদ
১৯#
বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না।
~ বুদ্ধদেব গুহ
২০#
গ্রামের কলঙ্ক রটানোর কাজে উৎসাহী নিষ্কর্মা ব্যক্তির সংখ্যা এত বেশি যে, এতটুকু এদিক ওদিক হইলে গ্রামের বৌ-ঝিদের কলঙ্ক দিগদিগন্তে রটিয়া যায়।
~ মানিক বন্দ্যোপাধ্যায়
২১#
আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।
~ জহির রায়হান,(আরেক ফাগুন উপন্যাস থেকে)
২২#
শোনা কথায় বিশ্বাস করিও না। বংশপরম্পরায় প্রচলিত বলে বিশ্বাস করিও না। সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করিও না। ধর্মগ্রন্থে লিখিত আছে বলে বিশ্বাস করিও না। গুরুজন বা বয়োজ্যেষ্ঠরা বলছে বলে বিশ্বাস করিও না। কারো ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করিও না। তকের চাতুর্যে বিশ্বাস করিও না। নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করিও না। দেখতে সত্য বলে মনে হয়- একারণে বিশ্বাস করিও না। এমনকি আমি বুদ্ধ বলছি বলে যে বিশ্বাস করতে হবে তা নয়। নিজের বিচার বুদ্ধি, বিচক্ষনতা প্রয়োগ করে যদি দেখতে পাও- এগুলো যুক্তির সাথে মিলে এবং নিজের ও সকলের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, তাহলে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করবে।
~ গৌতম বুদ্ধ
২৩#
মানুষ মরে গেলে পচে যায়,বেঁচে থাকলে বদলায়,কারণে-অকারণে বদলায়।
~ মুনীর চৌধুরী
২৪#
মেয়েমানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মত হয় না।
~ মানিক বন্দ্যোপাধ্যায় (পুতুলনাচের ইতিকথা)
২৫#
মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন; কিন্তু জগৎ এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই, সমাজে নাই, স্বজাতির নিকটে নাই, ভ্রাতা ভগ্নীর নিকট কথাটার প্রত্যাশা নাই।
~ মীর মশাররফ হোসেন
২৬#
যেসব মুসলমান হিন্দুদের বিধর্মী মনে করে, তাদের ক্ষতি করতে চায়, আমি তাদের বলি তোমরা কারা? খুব বেশি হইলে চার-পাঁচ পুরুষ আগে তোমরা কারা ছিলা? তোমাদের বাপ-দাদার বাপ-দাদারা ছিলেন হয় হিন্দু নয় নমঃশূদ্র। এ দেশের হিন্দু আর মুসলমানের একই রক্ত। কতজন আরব ইরান-আফগানিস্তান হইতে আসিয়াছে? পাঁচ পুরুষ আগে যারা ছিলো তোমাদের পূর্বপুরুষ আজ তাদের গায়ে হাত তুলতে তোমাদের বুক কাঁপে না? তোমরা কি মানুষ না পশু?
~ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
২৭#
চণ্ডালের ঘরের টাকা বামুনের হাতে এলেই শুদ্ধ হয়ে যায় ।
~ তারাশঙ্কর বন্দ্যােপাধ্যায়
২৮#
বাংলা ভাষাটা বাঁচাইয়া রাখছে চাষাভুষা, মুটেমজুর। এরা কথা কয় দেইখ্যাই ত কবি কবিতা লিখতে পারে। সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা কয় না, হের লাইগ্যা যখন সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখা অয় না।
~ অধ্যাপক আব্দুর রাজ্জাক
২৯#
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানজাতি গোত্র নাহি রবে। এমন সমাজ কবে গো সৃজন হবে।
~ লালন সাঁই
৩০#
“মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।”
~ সমরেশ মজুমদার
৩১#
বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিখে।
~ আহমদ ছফা
৩২#
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক।
~ হুমায়ুন আজাদ
৩৩#
” লোকটা গরিব, বুঝলেন! খুবই গরিব।” কী রকম এবং কতটা গরিব বলুন তো!”যাচ্ছেতাই রকমের গরিব মশাই, বিচ্ছিরি রকমের গরিব। আসলে টাকা ছাড়া লোকটার আর কিছুই নেই।”
–শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৩৪#
যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়। যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞানতৃষ্ণা নেই তারাও মূর্খ।
~ মহাশ্বেতা দেবী
৩৫# এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না
~ শিল্পাচার্য জয়নুল আবেদিন
৩৬#
অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পালটানো
~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৭#
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
~ হুমায়ূন আহমেদ
৩৮#
যে জাতির মধ্যে সৌন্দর্যবোধ দিন দিন এত কমে যাচ্ছে, সে জাতির ভবিষ্যৎ সম্বন্ধে খুব সন্দেহ হয়।
~ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩৯#
জ্ঞানের কোন ডিগ্রী নাই। জ্ঞান ডিগ্রী বিহীন ও সীমাহীন। সেই অসীম জ্ঞানার্জনের মাধ্যম স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় নয়, তা হচ্ছে লাইব্রেরী।
~ আরজ আলী মাতুব্বর
৪০#
এদেশে সমালোচনা হয় না, শত্রুতা ও বন্ধুত্বের প্রকাশ হয়।
~আখতারুজ্জামান ইলিয়াস
৪১#
বহুবছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নতুন বছর নতুন বছর বলে খুব হইচই করার কিছু নেই। যখনই কোন নতুন বছর এসেছে তাহা এক বছরের বেশী টেকেনি।
~শিবরাম চক্রবর্তী
৪২#
বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।
~ কাজী নজরুল ইসলাম
৪৩#
আমাদের দেশের লোকেরা যেমন ভুত, প্রেত,
ওঝা পীর ও ফকিরে বিশ্বাস করে তেমনি হোমিওপ্যাথিক ঔষধে বিশ্বাস করে।
~ জসীম উদ্দীন
৪৪#
মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দির ভাঙে ধার্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক।
— হুমায়ুন আজাদ
৪৫#
শুনো, ধর্ম আর দেশ মিলাইতে যায়ো না। পরে ফুলের নাম কী দিবা, ফাতেমা-চূড়া?
~ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
৪৬#
আঁকড়ে থেকো না কিছু।
যে যাবার তাকে যেতে দাও
যে ফেরার সেতো ফিরবেই..
~ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
৪৭#
চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি, জরা মহামারীতে উজার হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করবে- এমন ভগবৎ প্রেম আমার নেই, আমার ভগবান আছে মাটির পৃথিবীতে, স্বৰ্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে আসি এই মর্ত্য বাংলায়।
~ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৮#
অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করতো আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে
~ ড. সলিমুল্লাহ খান
৪৯#
আমাদের এখানে মেয়েরা বিয়ে করে না, তাদের বিয়ে দেওয়া হয়।
~ সমরেশ মজুমদার (সাতকাহন)
৫০#
“এক ধারায় নয়,বহু ধারায় প্রবাহিত মানুষের জীবন। যদি শুকিয়ে যায়, যদি রুদ্ধ হয় একটি ধারা আর এক ধারায় জ়ীবন বয়ে চলে সার্থকতার পানে।এটাই জীবনের ধর্ম। সহস্র ধারায় জীবনের বিকাশ,অজস্র পথে তার পূর্ণতা।“
~ সংশপ্তক, শহীদুল্লাহ কায়সার

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.