;
You are currently viewing Obak Bhalobasha Lyrics Coke Studio Bangla – অবাক ভালোবাসা লিরিক কুক স্টুডিও বাংলা

Obak Bhalobasha Lyrics Coke Studio Bangla – অবাক ভালোবাসা লিরিক কুক স্টুডিও বাংলা

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক
ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে যাক ঐ সাগর
আমার পাশে.. আহাহা
আহাহা.. আহাহা..
….
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
আহাহা.. আহাহা
….
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে
গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উম্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা একে দিয়ে যায়
অবাক ভালোবাসায় ×২
….
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক
ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে যাক ঐ সাগর
আমার পাশে.. আহাহা
আহাহা.. আহাহা..
….
সব কষ্ট বয়ে যাক
সুখের ঝড়
হৃদয় ভরে যাক
সহজ নীল স্বপনে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
আহাহা.. আহাহা….

শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে
গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উম্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা একে দিয়ে যায়
অবাক ভালোবাসায় ×২

আরো পড়ুন:  অপেক্ষা উপন্যাসের উক্তি : অপেক্ষা উপন্যাসের ৩০ টি বিখ্যাত উক্তি