You are currently viewing আব্রাহাম কাওলের বিখ্যাত উক্তি : ১২ টি অসাধারণ উক্তি

আব্রাহাম কাওলের বিখ্যাত উক্তি : ১২ টি অসাধারণ উক্তি

আব্রাহাম কাউলি (জন্ম ১৬১৮, লন্ডন—মৃত্যু ২৮ জুলাই, ১৬৬৭, চার্টসি, ইংল্যান্ড) ছিলেন একজন কবি ও প্রবন্ধকার, যিনি রুচিসম্মত ও কল্পনাপ্রবণ ধাঁচের কবিতা রচনা করতেন। তিনি পিন্ডারিক ওড (Pindaric ode) কবিতার ধরণটি ইংরেজি কবিতায় রূপান্তর করেছিলেন।

কাউলি ছিলেন ১৭শ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ মেটাফিজিক্যাল কবি, যাঁর রচনায় যুক্তির সূক্ষ্মতা, অলঙ্কারময় ভাষা ও আবেগের গভীরতা মিলেমিশে থাকে। মাত্র ১৫ বছর বয়সে তিনি Poetical Blossoms নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করে সাহিত্যজগতে প্রবেশ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ইংল্যান্ডের গৃহযুদ্ধকালে রাজতান্ত্রিকদের পক্ষে কাজ করেন। রাজনীতি থেকে দূরে সরে এসে তিনি জীবনের শেষভাগে গ্রামীণ পরিবেশে নিভৃতে বাস করতেন এবং প্রকৃতির মাঝে মানসিক শান্তি খুঁজে পেতেন।

ভালোবাসা যখন পরিতৃপ্ত হয় তখন তার মাধুর্য অনেক কমে যায়।

আমি সংক্ষিপ্ত অথচ আনন্দমুখর জীবন চাই।

সমালোচনা করার সময় সদয় ও সহানুভূতিশীল হও। কারণ একটি খারাপ বই লেখা যেমন কঠিন, একটি ভালো বই লেখা তেমনি কঠিন।

চুমুতে চিনি নেই, মধুও মেশানো থাকে না–তবুও চুমুর মতো মধুর স্বাদ জগতে আর কিছুতে নেই।

প্রকৃতিতে কিছুই স্থির বা নীরস নয়,
বরং সেখানে চিরন্তন এক প্রাণশক্তির প্রবাহ চলে।

আহ! কিন্তু কবরের দিকে নামার আগে যদি আমি একটা ছোট ঘর আর একটা বড় বাগান পাই; আর কিছু বন্ধু ও অনেক বই — যা সত্য, জ্ঞানপূর্ণ এবং আনন্দদায়ক — তাহলে জীবনের শেষটা শান্তিতে কাটাতে পারি।

প্রেমে পড়লে নাকি বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।

এসো, আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার প্রিয় গ্রন্থেরা, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো।

মানুষের জীবনের একটি শাশ্বত ও মহান প্রয়োজন হল প্রেম।

১০

আশাই হলো সবচেয়ে বড় নিরাশা।

১১

আজই হউক, কালই হউক, শত শত যুগ পরে হউক, প্রেমের জয় হবেই।

১২

যে-প্রেমিক কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়, সে মোটেই প্রেমিক নয়।

Leave a Reply