You are currently viewing স্বপ্ন নিয়ে ৩০ টি বিখ্যাত উক্তি

স্বপ্ন নিয়ে ৩০ টি বিখ্যাত উক্তি

যদি কোন স্বপ্নই না থাকে, তাহলে সামনে এগুনোর গতিটা দেবে কে? তাই আমি সব সময় বলি, শেষ পর্যন্ত কোথায় পোঁছাতে চান, সেটা আপনার জানা থাকুক বা না থাকুক, স্বপ্ন থাকতেই হবে।

– মহেন্দ্র সিং ধোনি






আপনি যত বেশি স্বপ্ন দেখবেন, তত বেশি সামনে যাওয়ার শক্তি পাবেন।

– মাইকেল ফেলপ্স





সফলতার পথ অনেক কঠিনও হতে পারে। মাঝ পথ থেকে চলে গেলে হবে না। দা ওয়ে ইজ নট ইজি ফর অ্যানি সাকসেস। আরেকটা বিষয় হোল স্বপ্ন দেখতে হবে। কোন কারণে স্বপ্নটা যেন হারিয়ে না যায়। বিশ্বাস রাখতে হবে এবং তা পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

– এ আর রহমান







নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।

– নেপোলিয়ন হিল





আশা হচ্ছে একটি জীবন্ত স্বপ্ন।

–এরিস্টটল







একটি স্বপ্ন ম্যাজিকের মত বাস্তবে পরিণত হয় না; স্বপ্ন পূরণ করতে হলে চাই ঘাম, সংকল্প এবং কঠোর পরিশ্রম।

– কলিন পাওয়েল





স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।

-এ পি জে আব্দুল কালাম







একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।

-হুমায়ূন আহমেদ





স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে; আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়।

– অস্কার ওয়াইল্ড







আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটি স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।

–মার্ক জুকারবার্গ





স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

– ব্রায়ান ডাইসন







এ্যামেচাররা বসে বসে অনুপ্রেরণার অপেক্ষা করে, অন্যরা স্বপ্ন দেখে এবং কাজ শুরু করে দেয়।

– স্টিফেন কিং




বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জন গুলোকেও মূল্য দাও।

– নেলসন ম্যান্ডেলা






অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলে তোমার স্বপ্ন কখনওই পূর্ণ হবে না।

– পাউলো কোয়েলহো





গতকাল হল আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন।

– কহলীল জিবরান






স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে।

– মার্টিন লুথার কিং জুনিয়র




তোমার যা আছে তা কখনও অপচয় করো না। মনে রেখ, তোমার এখন যা আছে, তা এক সময়ে তোমার স্বপ্ন ছিল”

– এপিকোরাস (গ্রীক দার্শনিক)

আরো পড়ুন:  দার্শনিক উক্তি : ৩০ টি বিখ্যাত দার্শনিক উক্তি






যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে, তাদের থেকে দূরে থাকো। ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায়। যারা আসলেই বড় মনের মানুষ, তারা সব সময়ে তোমাকে উৎসাহ দেবে।

– মার্ক টোয়েন




স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে; আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়।

– অস্কার ওয়াইল্ড






স্বপ্ন দেখ চিরদিন বেঁচে থাকার; আর প্রতিটি দিন এমন ভাবে বাঁচো, যেন কালই মারা যাবে।

– জেমস ডিন





বেশিরভাগ মানুষ চারপাশের বস্তুগুলো দেখে জিজ্ঞাসা করে – কেন? আর আমি যা নেই তা কল্পনা করে বলি – কেন এটা বাস্তব হবে না?

– জর্জ বার্নার্ড শ’