You are currently viewing মদ নিয়ে উক্তি : ১০ টি বিখ্যাত উক্তি

মদ নিয়ে উক্তি : ১০ টি বিখ্যাত উক্তি

মদ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নিজের সাথে করে নিজের পরিবারের মানুষদের জীবনে নেমে আসে দূর্বিষহ জীবন। কেউ কেউ জীবনের চরম হতাশা ও দুঃখ লাঘব করতে মদ কে আপন করে নেয়। এই ব্লগ পোস্টে বিখ্যাত মানুষদের মদ নিয়ে করা মন্তব্য গুলো তুলে ধরেছি।

১#

পৃথিবীর সব চেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে,

যেটা আদালতে। আর সব চেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে,যেটা পানশালায়।

~ মির্জা গালিব 

২#

এই যে ছেলে ছোকরারা মদ্যপান নিয়ে অত দাপাদাপি করে, ওরা তো মদ খেতেই পারে না। বাংলায় গত শতাব্দীতে মদ খেতো মাইকেল, তারপর গিরীশ ঘোষ, তারপর শিশির ভাদুড়ী আর এখন খাচ্ছে তোমার এই সৈয়দ মুজতবা আলী। 

~ সৈয়দ মুজতবা আলী 

৩#

মদ্যপানও নিষিদ্ধ মুসলমানের জন্যে; তবে মদ’কে শুয়োরমাংসের মতো ঘেন্না করে না তারা, বরং ধনী মুসলমান খুবই ভালোবাসে অ্যালকোহল, গরিবরাও অপছন্দ করে না । মদের বিরুদ্ধে মুসলমান জগতে একটা বড়ো অপপ্রচার চলে ব’লে এই চমৎকার বস্তুটির ভাবমূর্তি বেশ নষ্ট হয়ে গেছে; এবং মুসলমান পরিবারে খামোখা গোলমাল লেগে থাকে।

~ হুমায়ুন আজাদ 

৪#

মদ খাওয়া , জুয়া খেলা , ড্রাগ নেওয়া ইত্যাদির থেকে হাজার গুণ জোরালো এবং ক্ষতিকর নেশা হল প্রেমে পড়া।

~সমরেশ মজুমদার 

৫#

রুটি মদ ফুরিয়ে যাবে,প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে,বই, সেতো অনন্ত যৌবনা। 

~ ওমর খৈয়াম 

৬#

নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। 

~ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 

৭#

বাঙালিরা মদ খাইতে আরম্ভ করলে, প্রায় মদে তাহাদেরকে খায়। 

~ টেক চাঁদ ঠাকুর 

৮#

মানুষ প্রথমে মদ খায়, এরপর মদ মানুষকে খায়।

~ আইরিশ প্রবাদ

৯#

মদের মধ্যেই সত্য আছে।

~ প্লিনি দ্য এল্ডার 

১০#

মদ হয়তো মানুষের সবচেয়ে খারাপ শত্রু, কিন্তু বাইবেল বলে আপনার শত্রুকে ভালবাসুন।

~ ফ্রাঙ্ক সিনাট্রা 

১১#

একজন মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে যখন সে মাতাল হয়।

~ চার্লি চ্যাপলিন 

Leave a Reply