স্টিভ জবস (ফেব্রুয়ারি ২৪, ১৯৫৫, মৃত্যু: ৫ অক্টোবর ২০১১) ছিলেন যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক ছিলেন। স্টিভ জবসের পুরো নাম স্টিভেন পল জবস। স্টিভ জবস কে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন -এর সাথে ১৯৭৬ খ্রিষ্টাব্দে “অ্যাপল কম্পিউটার” প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। স্টিভ জবস “পিক্সার এ্যানিমেশন স্টুডিওস”-এরও প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৮৫ সালে অ্যাপল ইনকর্পোরেশনের “বোর্ড অব ডিরেক্টর্সের” সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে জবস অ্যাপল ইনকর্পোরেশনের থেকে পদত্যাগ করেন এবং নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে অ্যাপল কম্পিউটার নেক্সট কম্পিউটারকে কিনে নিলে তিনি অ্যাপলে ফিরে আসেন। তিনি ১৯৯৫ সালে টয় স্টোরি নামের অ্যানিমেটেড চলচ্চিত্র প্রযোজনা করেন।
১
তোমার কাজ তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে, আর সত্যিকার অর্থে সন্তুষ্ট থাকার একমাত্র উপায় হলো তুমি যেটাকে মহান কাজ বলে মনে করো, তা করা।
২
পৃথিবীতে সবচেয়ে দামী বিছানা কি জানেন? তাহলো- হাসপাতালের মৃত্যু শয্যা ৷ আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন। আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকা আয় করে দিবে। কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য গোটা পৃথিবী চষে, পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলেও একজন মানুষও পাবেন না যে আপনার রোগ বয়ে বেড়াবে।
৩
আমার বয়স যখন ১৭, তখন কোথায় যেন পড়েছিলাম- ‘যদি প্রত্যেকদিন এমনভাবে কাটাও যেন আজই তোমার জীবনের শেষ দিন, একদিন না একদিন ব্যাপারটা সত্যি হবেই!’ এই উক্তিটি আমাকে গভীরভাবে অভিভূত করলো। আমি বিগত তেত্রিশ বছর প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি, “তুমি আজ যা যা করবে প্ল্যান করেছ, আজ যদি তোমার জীবনের শেষ দিন হতো তবুও কি তাই করতে?
যদি দেখি যে বেশ কয়দিন হয়ে যাচ্ছে আমি উত্তরে নিজেকে “হ্যা” বলতে পারছি না, বুঝতাম একটা কিছু পরিবর্তন করা দরকার শীঘ্রই!
৪
ক্ষুধার্ত থাকো। বোকা থাকো।
৫
অন্য মানুষের চিন্তাভাবনার ফলাফল নিয়ে বেঁচে থাকা – এমন মতবাদের ফাঁদে পা দিও না।
৬
ভালো কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা।
৭
তুমি সামনের দিকে তাকিয়ে বিন্দুগুলোকে সংযুক্ত করতে পারবে না; তুমি কেবল পিছনের দিকে তাকিয়েই তাদের সংযুক্ত করতে পারবে।
৮
উদ্ভাবনই একজন নেতা ও একজন অনুসরণকারীর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।
৯
যে লোকেরা ভাবতে পারে যে তারা পৃথিবী বদলে দিতে পারে, তারা সেটাই করে দেখায়।
১০
আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরোনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে।
১১
একটি নির্দিষ্ট ব্যবহারকারী গোষ্ঠীকে ফোকাস করে পণ্যের ডিজাইন করা সত্যিই কঠিন। অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই বুঝে উঠতে পারেন না তারা কী চান যতক্ষণ না তাদের সামনে একটি পণ্য হাজির করা হয়।
১২
গোরস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি যে ভালো কিছু করেছি, সেটি ভাবতে পারাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
১৩
বিশ্বের সেরা ধনী হওয়া আমার কাছে মুখ্য বিষয় নয়, …বরঞ্চ রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজেকে যেন বলতে পারি যে, হ্যাঁ সত্যিই আমি দারুণ কিছু করেছি।
১৪
আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবন যাপন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন।
১৫
আমি অনেক কিছুই না কিনে বসে থাকি, কারণ আমার কাছে সেগুলো হাস্যকর মনে হয়েছে।
১৬
আমার মতে, আপনি ভাল কিছু বানালে আপনার উচিৎ তাতে আকড়ে না থেকে পরবর্তী ভাল কিছু তৈরির দিকে মনযোগ দেওয়া। আর পরবর্তী ভাল কিছু কী হতে পারে, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে।
১৭
যেকোনো সময় মরে যেতে পারি। এ চিন্তাই আমাকে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাহ্যিক সব আকাঙ্ক্ষা, অহঙ্কার, লজ্জার ভয়, হেরে যাওয়ার ভয়— সবই তুচ্ছ হয়ে যায় মৃত্যুর মুখে, থেকে যায় শুধু যা সত্যিকারের প্রয়োজন।
১৮
ব্যবসায় চমৎকার জিনিসগুলো কখনোই একজন একক ব্যক্তি করেন না। মানুষজন দলবদ্ধভাবে সেগুলো করেন।
১৯
আমার কাছে কম্পিউটার হচ্ছে এমন একটি অসাধারণ টুল যা আমরাই তৈরি করেছি। এটা মনের বাইসেকেলের সমতূল্য বললেও ভুল হবে না।
২০
মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে, মানুষকে দিয়ে আরও ভাল কিছু করানো।
২১
এই মুহূর্তে আপনিই হলেন নতুন। কিন্তু সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আপনি বুড়িয়ে যাবেন এবং দূরে সাফ হয়ে যাবেন। খুক বেশি নাটকীয়তার জন্য দু:খিত, কিন্তু এটা পুরোপুরি সত্য।
২২
পণ্যের সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল পণ্যের মান। বেইজ বল খেলার প্রেক্ষাপট বিবেচনায় নিলে, দুটি ডাবলের চেয়ে একটি হোম রান বেশি ভাল।
২৩
কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারাবেন না।
২৪
যখন আপনি উদ্ভাবন করবেন, তখন আপনার কিছু ভুলও হবে। সবচেয়ে ভাল হয় যদি সেগুলো দ্রুত স্বীকার করে নেন, এবং সাথে সাথে আপনার অন্য উদ্ভাবনগুলো আরো উন্নত করার কাজে লেগে যান।
২৪
অ্যাপল থেকে চাকুরীচ্যুত হওয়ার ঘটনা ছিল আমার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ ঘটনা। আমার জীবনের সেরা একটি সময়ে প্রবেশের পথ করে দিয়েছিল এই ঘটনাটি।
২৫
সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে রাজি।