সন্দীপ মহেশ্বরী (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৮০) হলেন একাধারে একজন ভারতীয় উদ্যোক্তা, ইউটিউবার এবং প্রেরণাদায়ী বক্তা। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুপ্রেরণাদায়ী বক্তাদের মধ্যে একজন। এছাড়াও তিনি ইমেজসবাজার (ImagesBazaar) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার ইউটিউব চ্যানেলে তিনি নিয়মিত অনুপ্রেরণামূলক ভিডিও আপলোড করেন, যেখানে তার ২৮ মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার রয়েছে। তার ইউটিউব চ্যানেল বিশ্বের সবচেয়ে বড় অলাভজনক ইউটিউব চ্যানেল। তার ইউটিউব চ্যানেল থেকে তিনি কোনোপ্রকার অর্থ আয় করেন না। ২০২১ সালে তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও পৃথিবীর সবচেয়ে বেশিবার দেখা অনুপ্রেরণামূলক ভিডিও হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে নাম লেখায়।সন্দীপ মহেশ্বরী ২০০৩ সালে ১০ ঘণ্টায় ১২২ জন মডেলের ১০,০০০ ছবি তুলে লিম্কা বুক অব রেকর্ডস-এ নিজের নাম লেখান।
১
সর্বদা শিখে যেতে হবে। যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে, সে একটা জ্যান্ত মৃতদেহ।
২
অন্যরা আপনার ব্যাপারে কি ভাবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কি ভাবেন।
৩
একটি ইচ্ছা কিছুই বদলাতে পারে না, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে।
৪
যেই মূহুর্তে আমরা সেইসব জিনিসগুলোকে দেখি যেগুলো আমাদের কাছে নেই কিন্তু সেটা আমরা চাই, তখনই আমাদের কাছে আমাদের ভাগ্য খারাপ হয়ে যায়। অপরদিকে যেই মূহুর্তে আমরা সেইসব জিনিসগুলোকে দেখি যেগুলো আমাদের কাছে আছে, তখন সেই মূহুর্তে আমাদের ভাগ্য আমাদের কাছে ভালো হয়ে যায়।
৫
ব্যর্থতা এটাই প্রমান করে যে, আপনি চেষ্টা করছেন।
৬
সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেই আলাদা নয়, শুধু তাদের চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা।
৭
আজ থেকে ১০ বছর আগে যেমনভাবে জীবন কাটাচ্ছিলে, আজও তেমন ভাবেই কাটাচ্ছ। Eat sleep repeat, আবার eat sleep repeat। কি মজা আছে এতে? পরবর্তী স্তরে যাও।
৮
আপনি চাইলেও এই জীবনের খেলায় আউট হতে পারবেন না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না যান। দুনিয়ার কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই পিচে টিকে থাকেন।
৯
মধ্যস্থতা একটা খুবই বিপজ্জনক জায়গা, আমরা এর মধ্যেই আটকে থেকে যাই। এরফলে আমরা উপরতলার মানুষদেরকে দেখে ঈর্ষা করে থাকি আর নিচের তলার মানুষদেরকে দেখে খুশি হই।
১০
কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বার বার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে।
১১
যেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম। কিন্তু যেই কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম।
১২
ভুল করো কিন্তু সেটার থেকে শেখো, সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িয়ো না বরং এর থেকে বড় হও।
১৩
যখন কোনো মানুষ তোমায় এটা বলবে যে, তুমি এটা করতে পারবেনা। তখন সে শুধু তোমায় এটাই বলতে চাইছে যে, সে নিজে সেই কাজটা করতে কোনোদিনই পারবেনা।
১৪
অর্থ ততটুকুই গুরুত্বপূর্ণ, যতটা গাড়িতে পেট্রোল। না কম না বেশি।
১৫
আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে, তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন।
১৬
সব পরিস্থিতির মধ্যেই ভালোও আছে আবার খারাপও আছে। প্রত্যেক মানুষের মধ্যে ভালো ভাবও আছে আবার খারাপ ভাবও আছে। পছন্দ করাতো আমাদের হাতেই থাকে যে আমরা কি দেখতে চাই।
১৭
মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়।
১৮
চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা, আপনাকে ১০০% অসফলতা দেবে।
১৯
জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলো, ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলোনা।
২০
তোমায় শক্তিশালী হতে হবে, এইজন্য না যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এইজন্যই যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে।
২১
যদি আমরা ইচ্ছাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যাবে।
২২
সবচেয়ে বড় রোগ, কি বলবে লোক।
২৩
যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি, তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পরি, তখন বোকার মতো কাজ করতে থাকি।
২৪
শেখার উপর মনোযোগ দাও, উপার্জনের উপর নয়। উপার্জন সর্বদা ভবিষ্যতে হওয়া সম্ভব কিন্তু শেখা শুধু বর্তমান মুহূর্তেই হয়। তাই শেখার উপরেই মনোযোগ দাও, উপার্জনের উপর নয়।
২৫
যা মন করে সেটাই খুলে করো কারণ এই দিনটা আর দ্বিতীয়বার আসবে না।
২৬
শুধু এইটুকু কথাই বোঝার চেষ্টা করো যে, জীবন একটা খেলা।
২৭
প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুলই নয়। কিন্তু সেটাকেই যদি তুমি বার বার করতে থাকো তাহলে সেটা একটা ভুল।
২৮
ময়দান ছেড়ে চলে যেওনা; প্রতীক্ষাও করোনা, শুধু চলতে থাকো।
২৯
কোনো ভুল এতো বড়ই হয়না যাকে ক্ষমা করা না যায়।
৩০
না পালাতে হবে, না থেমে পরতে হবে। শুধু চলতে হবে, শুধুই চলতে হবে।
৩১
সর্বদা মনে রেখো, যা হয় তা ভালোর জন্যই হয়।
৩২
হাজারটা নয়, আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন, সেটাই যথেষ্ট।
৩৩
তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে, তেমনটাই তুমি হয়ে যাবে।
৩৪
তোমরা তো আমার শব্দগুলোকে ধরতে পারছো কিন্তু আমি যেইদিকে ইঙ্গিত করছি সেদিকটা দেখতে পারছো না, এটাই হচ্ছে ফাঁদ। অর্থাৎ আমি আঙ্গুল দিয়ে চাঁদকে দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা আঙ্গুলই শুধু দেখে যাচ্ছো, চাঁদকে দেখছো না।
৩৫
প্রত্যেক ক্যারিয়ারে, উপরে কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে তার কোনো সীমা নেই।
৩৬
একটা কাজে ব্যর্থ হওয়ার মানে, তুমি সারাজীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয়। একটা কাজে ব্যর্থ হওয়ায়, জীবনের সমাপ্তি হয়ে যায়না ভাই।
৩৭
কোনো কাজে যদি তুমি নিজের ১০০% দাও, তাহলে তুমি সাফল্য পাবেই।
৩৮
আমার কাছে সাফল্যের সংজ্ঞা মাত্র একটাই- শেয়ার করো, মন থকে শেয়ার করো আর সবার সাথে শেয়ার করো।
৩৯
জড় জিনিসগুলোকে নিয়ে তুমি যত ভাব্বে, সেগুলোকে পাওয়ার সুযোগ তোমার আরো কমে যাবে। যত তুমি নিজের কাজকে নিয়ে ভাব্বে, জড় জিনিসগুলোকে পাওয়ার সুযোগ ততই বেড়ে যাবে।
৪০
যেইসব মানুষরা তাদের নিজেদের চিন্তাভাবনা বদল করেন না, তারা কোনো কিছুই বদলাতে পারবেন না।