Tomake Bhalobeshe Jete Chai Lyric - তোমাকে ভালোবেসে যেতে চাই লিরিক | TANDOB MOVIE | তান্ডব মুভি

Tomake Bhalobeshe Jete Chai Lyric – তোমাকে ভালোবেসে যেতে চাই লিরিক | TANDOB MOVIE | তান্ডব মুভি

আমি তোমার মনের ভীষণ কাছে
তবুও কেনো দেখেও দেখো না
তোমার কাছে যেসব রাখা আছে
সেসব কথা কাউকে বলো না
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
কত কি আর বলি তোমার নামে
তোমার কাছে আমি কে যে হই
আছো তুমি এদুনিয়ার মাঝে
তুমি আমার গল্পকথার বই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই
তবে তো হলো না আর
আমি কে কে তোমার
এই তুমি নেই তুমি
বলো যাই আর কোথায়
মেঘলা দিন একলা রাত
নামলো ঝড় কি হঠাৎ
বলোনা এক কথায়
পাবো কোথায় তোমায়
তুমি চাইলেই যে ঘর বাধবে
তুমি জুড়বো রাতের তারাতে
তাতে সাজবে সব আমাদেরি
হাতে তৈরি হওয়া দিন
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো পাশে পেতে চাই
তোমাকে ভালোবেসে যেতে চাই
তোমাকে আরো কাছে পেতে চাই

Leave a Reply