You are currently viewing Prarthona Lyrics | Coke Studio Bangla

Prarthona Lyrics | Coke Studio Bangla

বেলা দ্বিপ্রহর
ধূধূ বালুচর
ধূপেতে কলিজা ফাটে
পিয়াসে কাতর

আল্লাহ মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে

আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে

আসমান হইলো টুডা-টুডা
জমিন হইলো ফাডা
মেঘ রাজা গোমরাইয়া রইছে
মেঘ দিবো তোর কেডা

পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে

ফাইট্টা ফাইট্টা রইছে যত খালা-বিলা-নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলধি

ফাইট্টা ফাইট্টা রইছে যত খালা-বিলা-নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলধি

আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে

আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে

কপোত-কপোতি কান্দে খোপেতে বসিয়া
শুকনা ফুলের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া

আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে

আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে

এ ভূবনে দিতে নাই যার তুলনা
এ ভূবনে দিতে নাই যার তুলনা

নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে

নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে

নূরের পুতুলা বাবা মাওলানা

রমেশ বলে মন ভেবে
স্বরূপ দেখা পাবো কবে
রমেশ বলে মন ভেবে
স্বরূপ দেখা পাবো কবে

এইভাবে কি জনম যাবে বলোনা
এইভাবে কি জনম যাবে বলোনা
নূরের পুতুলা বাবা মাওলানা

বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা

আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে

আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে

আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে

আল্লাহ, মেঘ দে
পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ, মেঘ দে
আল্লাহ, মেঘ দে

বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা

Author

  • Mehadi Bhuiyan

    শৈশব থেকেই ইতিহাস, মিথলজি আর শিল্পের অলিগলি আমার কাছে বিস্ময়কর মনে হতো। ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই বিস্ময়কে পরিণত করেছে ভালোবাসায়। আমি মনে করি, জগতকে বোঝার সেরা উপায় হলো পাঠ করা আর নিজের উপলব্ধিকে প্রকাশ করার সেরা মাধ্যম হলো লেখা। তাই কেবল জানানোর জন্য নয়, বরং লিখতে ভালোবাসি বলেই আমার এই শব্দযাত্রা। নতুনের সন্ধানে বিরামহীন ছুটে চলা আর সেই অভিজ্ঞতার নির্যাসটুকুই আমি এখানে ভাগ করে নিই।

    লেখক ও সম্পাদক, মুখোশ.নেট

    View all posts

Leave a Reply