পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে
বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে ×২
মেঘেদের ভাজে চাঁদ চায় যে লুকাতে
আমিও তোমারি হলাম চাই না হারাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে ×২
আকাচের বুকে যদি মেঘ হাসে তো
তোমাকে ভালোবাসি আমি কতো, আমি কতো
সাগরের ঢেউ যদি গোনা যেত
তোমাকে চাই কতো বুঝা যেতো, বুঝা যেতো
মরে যাবো তোমারি এক ইশারাতে
মরণও পারবেনা তোমাকে ভুলাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
ও বুকেরি বাঁয়ে আকা তোমারি ছবি
রেখে দেখে হয়ে যাই প্রেমেরি কবি, প্রেমেরি কবি
যতো চাই ততো পাই মনে ভরে না
ভালোবাসা এটা বোধহয় জানা ছিলো না, জানা ছিলো না
এ জনমে যদি না পাই, পাবো পর জনমে
ছিনিয়ে এনে বুঝে তোমায় থাকোনা সেখানেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে ×২
বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে
