O Babu Selam Bare Bar Lyrics | IPDC আমাদের গান | Kobi Jashimuddin

ও বাবু সেলাম বারে বার
আমার নাম গয়া বইদ্যা বাবু
বাড়ি পদ্মা পাড়

ও বাবু সেলাম বারে বার
আমার নাম চম্পাবতী বাবু
বাড়ি পদ্মা পার

ও বাবু সেলাম বারে বার..


মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা
পঙ্খি বেইচা খাই
মোদের সুখের সীমা নাই

মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা
পঙ্খি বেইচা খাই
মোদের সুখের সীমা নাই

ওরে সাপের মাথার মণি কেড়ে মোরা
করি যে কারবার

ওরে সাপের মাথার মণি কেড়ে মোরা
করি যে কারবার

ও বাবু সেলাম বারে বার
আমার নাম গয়া বইদ্যা বাবু
বাড়ি পদ্মা পাড়

ও বাবু সেলাম বারে বার
আমার নাম চম্পাবতী বাবু
বাড়ি পদ্মা পার

ও বাবু সেলাম বারে বার…


মোরা এক ঘাটেতে রান্ধি-বারি
মেরা আরেক ঘাটে খাই
মেদের ঘর-বাড়ি নাই

মোরা এক ঘাটেতে রান্ধি-বারি
মেরা আরেক ঘাটে খাই
মেদের ঘর-বাড়ি নাই

মোরে সব দুনিয়া বাড়ি মোদের
সকল মানুষ ভাই

মোরে সব দুনিয়া বাড়ি মোদের
সকল মানুষ ভাই

মোরা সেই ভায়েরে তালাশ করি
মোরা সেই ভায়েরে তালাশ করি

আগে ফিরি দ্বারে দ্বার

বাবু সেলাম বারে বার
আমার নাম গয়া বইদ্যা
আমার নাম চম্পাবতী বাবু
বাড়ি পদ্মা পার

ও বাবু সেলাম বারে বার
আমার নাম গয়া বইদ্যা বাবু
বাড়ি পদ্মা পাড়

ও বাবু সেলাম বারে বার
আমার নাম চম্পাবতী বাবু
বাড়ি পদ্মা পার

ও বাবু সেলাম বারে বার..

মারহাবা মারহাবা

https://youtu.be/G2bqrsdIfrY



Author

  • Mehadi Bhuiyan

    শৈশব থেকেই ইতিহাস, মিথলজি আর শিল্পের অলিগলি আমার কাছে বিস্ময়কর মনে হতো। ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই বিস্ময়কে পরিণত করেছে ভালোবাসায়। আমি মনে করি, জগতকে বোঝার সেরা উপায় হলো পাঠ করা আর নিজের উপলব্ধিকে প্রকাশ করার সেরা মাধ্যম হলো লেখা। তাই কেবল জানানোর জন্য নয়, বরং লিখতে ভালোবাসি বলেই আমার এই শব্দযাত্রা। নতুনের সন্ধানে বিরামহীন ছুটে চলা আর সেই অভিজ্ঞতার নির্যাসটুকুই আমি এখানে ভাগ করে নিই।

    লেখক ও সম্পাদক, মুখোশ.নেট

    View all posts

Leave a Reply