আজও এ আকাশ
থমকে আছে
চেনা এক মায়ার খোঁজে
আজও শেষ বিকেল
খোঁজে তোমাকে
কেন হারালে মায়া ভুলে
নিশ্চুপ হয়ে ভাবী
কী করে ভুলি তোমাকে
যেভাবে ভুলেছো তুমি আমায়
অপলক চেয়ে থাকি
ওই নিল আকাশে
হয়তো পাখির বেসে ফিরবে আবার
যদি ভয় হয় তোমার
মনে কর আমায়
আজও ছায়া হয়ে পাশে
আছি তোমার
যদি ভয় হয় তোমার
মনে কর আমায়
আজও ছায়া হয়ে পাশে
আছি তোমার
কত স্বপ্ন ছিল
কত প্রার্থনায়
চেয়েছি শুধু তোমায়
গোটা জীবনে
ছিলে পুরোটা জুড়ে
পারিনি আজও
ভুলতে তোমায়
এত মায়ায়
জড়ালে আমায়
একা করে দূরে হারালে
ভীষণ অবুঝ
আমার এ মন
বোঝেনা কখনই
ছিলেনা এ মনে
নিশ্চুপ হয়ে ভাবী
কী করে ভুলি তোমাকে
যেভাবে ভুলেছো তুমি আমায়
অপলক চেয়ে থাকি
ওই নিল আকাশে
হয়তো পাখির বেসে ফিরবে আবার
যদি ভয় হয় তোমার
মনে কর আমায়
আজও ছায়া হয়ে পাশে
আছি তোমার
যদি ভয় হয় তোমার
মনে কর আমায়
আজও ছায়া হয়ে পাশে
আছি তোমার

