You are currently viewing Mon Majhi Khobordar Lyrics

Mon Majhi Khobordar Lyrics

মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার….
সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝিরে ঘন ঘন জোড়া..
সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝিরে ঘন ঘন জোড়া…
সেই নৌকা খান বাইতে আমরণ
মন মাঝিরে হাড় হইলো গুড়া রে।
মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার….
মাস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে
এদিক-ওদিক চায়…
মাস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে
এদিক-ওদিক চায়..
পেছন ফিরা চাইয়া দেখো রে
মন মাঝি রে বেলা ডুইবা যায় ও’রে…
মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার….

Leave a Reply