ব্যস্ত বিকেল, ক্লান্ত কোনো এক কফিশপে
ক্লান্তিবিহীন শুধু ধোঁয়াটে বাতাস
দেখি লাল নীল সাদা কত বর্নিল জীবন একসাথে,
তবুও একা, কি যেনো নেই!
গায়ে লংকোট, ঝুলানো গিটার
পড়ে থাকা এস্ট্রেতে জমা অভিমান
ওয়েটার, টেবিল আর পেইন্টিংস সব থেকে যায়…
দূর বহু দূর!
যেতে যেতে কত ভাংচুর
বুনেছি কত সুর
বেদনায় ভেজা আঁধার পথে
যাই, হেঁটে যাই
যেতে যেতে কত কি হারাই
একাকী এই বিকেলে নিরবে
চাপা বৃষ্টি ঝড়ে যায়।
এই তুমি, নেই কোলাহল
পুরোনো সে গান আর সুর আজ সব ভেসে যায়।
অজানা এক ঝড় ভেঙেচুরে তাই স্বপ্ন ওড়াই
নেই ফুলের সুবাস বসন্ত রাজপথে মিছিলের উত্তাপ
একরাশ পুরোনো স্মৃতি আর হাতে নিয়ে কফিকাপ
নেই, সেই ধুলো মাখা শার্ট, বৃষ্টি ভেজা পথঘাট,
নেই ভালোবাসার স্বাদ।
দূর বহু দূর!
যেতে যেতে কত ভাংচুর
বুনেছি কত সুর
বেদনায় ভেজা আঁধার পথে
যাই, হেঁটে যাই
যেতে যেতে কত কি হারাই
একাকী এই বিকেলে নিরবে
চাপা বৃষ্টি ঝড়ে যায়।
নীরবে.. চাপা বৃষ্টি ঝড়ে যায়।
 

 
							 
							 
							 
							 
							 
							 
							 
							