আগামেমনন : গ্রীক মিথলজির এক ট্রাজিক চরিত্র
আগামেমনন ছিলেন প্রাচীন গ্রীসের আরগোস রাজ্যের রাজা। তার আপন ছোট ভাইয়ের নাম মেনেলাউস। আগামেমনন বিয়ে করেন স্পার্টার রাজকন্যা ক্লাইটেম্নেস্ট্রাকে, আর আগামেমননের ছোটভাই মেনেলাউস বিয়ে করেন ক্লাইটেম্নেস্ট্রারই ছোটবোন হেলেনকে। হেলেনকে তখন বলা হতো প্রাচীণ গ্রিসের সবচেয়ে সুন্দরী নারী। মেনেলাউস হেলেনকে বিয়ে করে স্পার্টার রাজা হয়ে যান।
