You are currently viewing সাকিব আল হাসান এর উক্তি : ২০ টি উক্তি

সাকিব আল হাসান এর উক্তি : ২০ টি উক্তি

সাকিব আল হাসান ( জন্ম: ২৪ মার্চ ১৯৮৭) একজন সাবেক বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট, ওডিআই এবং টি২০আই খেলেছেন।তিনি মাগুরা-১ আসনের একজন সাবেক সংসদ সদস্য।তিনি তার আক্রমণাত্মক বামহাতি ব্যাটিং এবং নিয়ন্ত্রিত বামহাতি অর্থোডক্স স্পিন বোলিংয়ের জন্য পরিচিত। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন। ২০১৯ সালে ইএসপিএন তাকে বিশ্বের ৯০তম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান দেয়। তাকে ব্যাপকভাবে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়।

অবসরের পর একটা বাসা নেওয়ার চেষ্টা করব, একটা বড় হোম থিয়েটার রাখবো, নিজের জন্য একটা ইজি চেয়ার রাখবো, খেলা দেখতে দেখতে চা- বিস্কুট খাব আর বলব, প্লেয়াররা এসব কি খেলে হা হা হা……….. আমরা দারুণ খেলতাম।

মাঠের বাইরের বিতর্ক বাইরের কাউকে জিজ্ঞাসা করলেই ভালো। আমাকে মাঠের ভিটরের জিনিস জিজ্ঞাসা করেন।

যখন ছেলেটি বলল , ফুলের দাম লাগবে না । একটা ছক্কা মাইরেন । তখন সারা শরীর আমার শিউরে উঠলো।

বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই।

গ্রুপিং! অবশ্যই আমাদের দলে দুটো গ্রুপ আছে । এক ব্যাটিং গ্রুপ আর দুই বোলিং গ্রুপ।

পুরো বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার।

বেশি চাপ থাকলে আরও বেশি মজা লাগে। আর মাঠে নামলেই কীভাবে যেন আমার মাথা খুলে যায়। কীভাবে যেন সব ঠিকঠাক করে ফেলি।

টি২০ ক্রিকেট অলরাউন্ডারদের জন্য এক চ্যালেঞ্জ।

আজকের শিশু ও তরুণদের জন্য বিনিয়োগ করার চেয়ে কার্যকর আর কিছু হতে পারে না। সঠিক সুযোগ ও সহায়তা পেলে শিশু ও কিশোর-কিশোরীরা প্রগতিশীল ও দৃঢ় চরিত্রের হয়ে গড়ে ওঠে। তারা অমূল্য সম্পদ; তাদের স্বার্থে এবং আমাদের নিজেদের স্বার্থে আমরা তাদের কোনক্রমেই অবহেলা করতে পারি না।

১০

যেভাবেই হোক, আমাকে ক্রিকেটে রাখেন। নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার।

১১

আমি যখন খেলতে নামব, স্বাভাবিকভাবেই তো ‘লাস্ট’ হওয়ার জন্য খেলতে নামব না। একটা ছাত্র স্কুলে যতই কম যাক, কম পড়ুক; ও তো ফার্স্ট হওয়ার জন্যই পরীক্ষা দেয়।

১২

জয়–পরাজয় থাকবেই, চিন্তিত হওয়ার কিছু নেই!

১৩

আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করি, বলে দিয়েছি।

১৪

যদি দেশপ্রেমের কথা বলি, বাংলাদেশের অনেক মানুষের মধ্যেই সেটা নেই। অনেকেই মুখে অনেক কথা বলতে পারে। কিন্তু যদি তাকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেন, যখন আপনি প্রমাণ করতে বলবেন দেশপ্রেম আছে কি নেই, তখন দেখবেন ৯০ শতাংশ লোক সরে গেছে।

১৫

আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মতো পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব।

১৬

টি-টোয়েন্টিতে দক্ষতা যেমন দরকার, শক্তিরও দরকার আছে। দুটিই না থাকলে আপনি পারবেন না। টি-টোয়েন্টির জন্য সবচেয়ে বেশি টাকা পায় কারা? গেইল, ডি ভিলিয়ার্স—কী পাওয়ার ওদের খেলায়! জাতিগতভাবেই আমরা শারীরিকভাবে ওদের চেয়ে পিছিয়ে। জন্মের পর থেকে আমরা খাই সবজি খিচুড়ি…নরম করে রান্না করা। এই তো আমাদের খাওয়া, তাই না! আর ওরা ছোটবেলা থেকে অরেঞ্জ জুস খায়। আমাদের হয়তো পাঁচ-দশ ভাগ শিশু এই খাওয়াটা পায়। আমাদের তো ওই সামর্থ্যটা নেই। আর খাওয়াবেন কী, তা-ও তো ভেজাল। আপনি অরেঞ্জ জুস খাওয়াবেন? ফরমালিনে ভরা। বাংলাদেশে নাকি তিনটা ফলে সবচেয়ে বেশি ফরমালিন। কমলা, আপেল আর মাল্টা। যে তিনটা ফল বেশি খাওয়া উচিত, সেগুলোই বাংলাদেশে খাওয়া যায় না।

১৭

বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক তো ভালো থাকারই কথা, তাই না? মেসিকে দেখেন, বার্সার সব প্রেসিডেন্টের সঙ্গেই তো ওর ভালো সম্পর্ক। শুধু গতবারেরটা ছাড়া। নতুন প্রেসিডেন্ট এসে কী করেছেন, মেসিকে হাতে পায়ে ধরে হলেও বার্সায় রাখতে চেয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটাই তো স্বাভাবিক।

১৮

আমরা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার সঙ্গে হারলে কোনো কথা হয় না। আফগানিস্তানের কাছে হারলে সবার খারাপ লাগে। তারা টি২০ র‌্যাংকিংয়ে সাতে। আর প্রথমে যে দুটি দলের নাম বললাম তাদের র‌্যাংকিং আট ও নয়। আমি জানি না আমাদের দেশের মানুষের প্রত্যাশা কী।

১৯

টাকাটাও একটা ফ্যাক্টর। আমার কথাই বলি। বয়স ৩৪ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে বড়জোর আর তিন/চার বছর খেলতে পারব। দুই বছরও হতে পারে। কপাল খারাপ থাকলে এক বছর। আর্থিক দিকটা ভাবা কি অন্যায়?

২০

তামিম, মুশফিক সবার সাথে আমার ভালো সম্পর্ক। কিন্তু রুবেল আমার বেস্ট ফ্রেন্ড। ক্রিকেটের বাহিরে তাসকিন, আমি, রুবেল অনেক মজা করি।

Leave a Reply