You are currently viewing প্রাথমিক শিক্ষা বিষয়ক বাণী : ৩০ টি শিক্ষা বিষয়ক বাণী

প্রাথমিক শিক্ষা বিষয়ক বাণী : ৩০ টি শিক্ষা বিষয়ক বাণী

শিক্ষা একটি জাতীর মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতীর উন্নতি লাভ করা সম্ভব নয়। শিক্ষার প্রয়োজন অনুভব করেই ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপোর্ট বলেছিলেন তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। নিজ, সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে চাইলে শিক্ষাকে সহজলভ্য ও বিনামূল্যে ছড়িয়ে দেবার চেষ্টা করতে হবে সরকারকে। বিশেষত প্রাথমিক শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ব্লগ পোস্টে শিক্ষা নিয়ে বিখ্যাত মানুষদের কিছু অসাধারণ ও অমূল্য বাণী তলে ধরবার চেষ্টা করেছি।

শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।
~ এরিস্টটল।

আমরা অজ্ঞ থাকবো বলে বদ্ধপরিকর ছিলাম আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিলো।
~এলান ব্রায়েন

একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
~শেখ সাদি

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে।
~ আহমদ ছফা

একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন কেন একজন দারোয়ানের মতো হবে? কেন তাঁদের সঙ্গে আপনারা পিয়নের মতো আচরণ করবেন? যদি তাঁদের সঙ্গে দারোয়ানের মতো আচরণ করেন, আপনার ছেলেমেয়েদেরও দারোয়ানের মনোবৃত্তি হবে।
~ মুনতাসীর মামুন

একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়।
~ হেনরি এডামস

আমলা নয় মানুষ সৃষ্টি করুন।
~ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী – এসব গ্রহণ করা সঙ্গত।
~ চাণক্য

১০

শিক্ষার কাজ হল মানুষকে জীবন ও জীবিকার উপযোগী করে তোলা।
~ হার্বাট স্পেনসার

১১

শেখাতে গেলেই শেখা হয়।
~ জাপানী প্রবাদ

১২

অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
~ শেখ সাদি

১৩

মাঝারি মানের শিক্ষক বলেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।
~ উইলয়াম আর্থার ওয়ার্ড

১৪

মন বিজ্ঞান হল আত্মার বিজ্ঞান।
~ অ্যারিস্টটল

১৫

বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।
~ চাণক্য

১৬

ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন।
~ এ.পি. জে.আব্দুল কালাম

১৬

মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির – এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব।
~ বাট্রাণ্ড রাসেল

১৭

পূর্ণ ব্যক্তিত্ব গঠন শিশু শিক্ষার উদ্দেশ্য।
~ পেস্তালৎজি

১৮

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
~ নেপোলিয়ন বোনাপার্ট

১৯

শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়।…আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকত না।
~ ড. মুহাম্মদ ইউনূস

২০

শিক্ষার কাজ হল মানুষকে জীবন ও জীবিকার উপযোগী করে তোলা।
~ হার্বাট স্পেনসার

২১

জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো।
~ আলফ্রেড টেনিসন

২২

মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না।
~ রবার্ট ই লি

২৩

শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি।
~ রবীন্দ্রনাথ ঠাকুর

২৪

মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়।
~ আল হাদিস

২৫

শিক্ষাই জাতির মেরুদণ্ড।
~ শেখ আকরাম খান

২৬

যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।
~অ্যালবার্ট আইনস্টাইন

২৭

জ্ঞানীরা ধনসঞ্চয় করেন অর্থপিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য।
~ এরিস্টটল

২৮

নতুন জানার যেমন যন্ত্রনা আছে, তেমনি আনন্দও আছে
~ ক্রিস্টোফার মর্লি

২৯

স্কুল জীবনের প্রস্তুতির জন্যে তৈরি হওয়া উচিত নয়। স্কুলই জীবন হওয়া উচিত।
~ এলবার্ট হাবার্ড

৩০

শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া।
~ আইভরি ব্রাউন

Leave a Reply