পৃথিবীর বিখ্যাত কিছু দার্শনিকের বিখ্যাত সকল উক্তি দিয়ে সাজানো হয়েছে এই ব্লগ পোস্টটি। এই ব্লগে ফরাসি দার্শনিক, গ্রীক দার্শনিক, ইংরেজ দার্শনিক সহ পৃথিবীর অসংখ্য দেশের দার্শনিকের অমৃতবাণী রয়েছে। আশা করছি সবগুলো দার্শনিক উক্তি আপনার ভালো লাগবে।
১#
সরকার যখন অন্যায় করছে, তখন ন্যায়ের কথা বলা বিপজ্জনক।
~ ভলতেয়ার (ফরাসি দার্শনিক)
২#
আলেকজান্ডার দ্য গ্রেটের জন্য পৃথিবী যথেষ্ট বড় ছিল না, তবে একটি কফিন যথেষ্ট ছিল।
~ জুভেনাল
৩#
প্রতিটি দিন এমনভাবে যাপন করো, যেন এটিই তোমার শেষ দিন।
~ সেনেকা ( রোমান দার্শনিক)
৪#
সুখের স্রষ্টা হচ্ছে পেট।
~ ভলতেয়ার (ফরাসি দার্শনিক)
৫#
পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতার সৃষ্টি হয়েছে দুর্বলতা থেকে।
~ সেনেকা ( রোমান দার্শনিক)
৬#
সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।
~ জুভেনাল
৭#
রুটি মদ ফুরিয়ে যাবে,প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে,বই, সেতো অনন্ত যৌবনা।
~ ওমর খৈয়াম
৮#
অস্ত্রের জোড়ে আপনি সারা পৃথিবী জয় করতে পারেন, কিন্তু একটা গ্রামের মানুষেরও মন জয় করতে পারবেন না।
~ ভলতেয়ার (ফরাসি দার্শনিক)
৯#
যে ব্যক্তির খুব কম আছে সে গরীব নয়, বরং যে ব্যক্তি আরো বেশি চায় সে গরীব।
~ সেনেকা ( রোমান দার্শনিক)
১০#
আমি তোমার কথার সাথে বিন্দুমাত্র একমত না হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দেবো।
~ ভলতেয়ার (ফরাসি দার্শনিক)
১১#
একজন সুখী মানুষ সাদা কাকের মতোই দুর্লভ।
~ জুভেনাল
১২#
কখনও কখনও বেঁচে থাকাও সাহসের কাজ।
~ সেনেকা ( রোমান দার্শনিক)
১৩#
যে ফুল একবার ফুটেছে তার মৃত্যু অনিবার্য।
~ ওমর খৈয়াম
১৪#
আমি অন্য কারও মতো নই। তবে আমি বিশ্বাস করি, অন্যদের চেয়ে ভালো না-হতে পারি- তবে, আলাদা।
~ জঁ-জাক রুশো (ফরাসি দার্শনিক)
১৫#
জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী।
~ জঁ-জাক রুশো (ফরাসি দার্শনিক)
১৬#
প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময়।
~ জঁ-জাক রুশো (ফরাসি দার্শনিক)
১৭#
স্বর্গে চাকর হওয়ার চেয়ে নরকে শাসক হওয়া ভালো।
~ জন মিল্টন ( ইংরেজ কবি ও দার্শনিক)
১৮#
প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে, অন্তত দুটি কবর খুঁড়ে রেখো।
~ কনফুসিয়াস ( প্রাচীন চীনের দার্শনিক)
১৯#
ঘৃণা তৈরি করলেই প্রচারণা বেশি সফল হয়।
~ বার্ট্রান্ড রাসেল, ইংরেজ দার্শনিক
২০#
“শুধু বড়ো লোক হয়ো না, বড় মানুষ হও।”
~ স্বামী বিবেকানন্দ
২১#
কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
~ প্লেটো ( প্রাচীন গ্রীসের দার্শনিক)
২২#
বিশ্বের মূল সমস্যা হচ্ছে বোকা এবং গোঁড়া লোকেরা সব সময় নিশ্চিত থাকে আর জ্ঞানী লোকেরা সব সময় সংশয়ে থাকে।
~ বার্ট্রান্ড রাসেল, ইংরেজ দার্শনিক
২৩#
ইতিহাস হচ্চে অভিজাত শ্রেনীর সমাধিক্ষেত্র।
~ এরিস্টটল ( প্রাচীন গ্রীক দার্শনিক)
২৪#
আত্মার উন্নয়ন না করে শারীরিক সুস্থতা অর্থহীন। জ্ঞান চর্চার মাধ্যমে আত্মার উন্নয়ন সাধনই মানুষের প্রথম ও প্রধান কাজ।
~ সক্রেটিস,( প্রাচীন গ্রীক দার্শনিক )
২৫#
প্রায়শ বিবাহ আর পতিতাবৃত্তির মধ্যে বিশেষ পার্থক্য থাকে না, পার্থক্য কেবল এখান থেকে বের হওয়া কঠিন।
~ বার্ট্রান্ড রাসেল, ইংরেজ দার্শনিক
২৬#
নাস্তিকতা মানুষের মাঝে যুক্তি, দর্শন, মানবতা, আইন এবং উন্নয়নের ক্ষেত্রে অনিবার্য সকল গুনের সন্নিবেশ ঘটায়, যেহ্মেত্রে ধর্ম নামক কুসংস্কারটি এর প্রায় সব – ই হরণ করে নেয় এবং একনায়কতন্ত্রের মতোন বিরাজ করতে চায় মানুষ-এর চিন্তাশীল মনটির উপর। এ কারণে দেখা যায়, নাস্তিকতা বা নাস্তিকেরা দেশ ও সমাজের হিতের প্রতি আনুগত্য প্রকাশ করে আর ধর্ম বা ধার্মিকেরা স্বস্বার্থে ঘটায় বিদ্রোহ।
~ ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক
২৭#
শান্তিতে বসবাস করার জন্যেই আমরা যুদ্ধে লিপ্ত হই।
~ এরিস্টটল ( প্রাচীন গ্রীক দার্শনিক)
২৮#
প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।
~ প্লেটো ( প্রাচীন গ্রীসের দার্শনিক)
২৯#
শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।
~ এরিস্টটল ( প্রাচীন গ্রীক দার্শনিক)
৩০#
শোনা কথায় বিশ্বাস করিও না। বংশপরম্পরায় প্রচলিত বলে বিশ্বাস করিও না। সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করিও না। ধর্মগ্রন্থে লিখিত আছে বলে বিশ্বাস করিও না। গুরুজন বা বয়োজ্যেষ্ঠরা বলছে বলে বিশ্বাস করিও না। কারো ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করিও না। তকের চাতুর্যে বিশ্বাস করিও না। নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করিও না। দেখতে সত্য বলে মনে হয়- একারণে বিশ্বাস করিও না। এমনকি আমি বুদ্ধ বলছি বলে যে বিশ্বাস করতে হবে তা নয়। নিজের বিচার বুদ্ধি, বিচক্ষনতা প্রয়োগ করে যদি দেখতে পাও- এগুলো যুক্তির সাথে মিলে এবং নিজের ও সকলের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, তাহলে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করবে।
~ গৌতম বুদ্ধ
৩১#
সুযোগ চোর তৈরি করে।
~ ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক
৩২#
সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।
~ ডেমোক্রিটাস, প্রাচীন গ্রীক দার্শনিক

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.