You are currently viewing তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি lyrics

তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি lyrics

তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি
তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি
তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
ফুলও তুমি মূলও তুমি কালার গলার মালা।
সাজলে তুমি বিয়ার বাসর, দেওরার বিয়ার থালা।
ফুলও তুমি মূলও তুমি কালার গলার মালা।
সাজলে তুমি বিয়ার বাসর, দেওরার বিয়ার থালা।
তোমার লাগি চিকন কালা, পুইড়া হইবো ছালি।
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি
তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।
তুমি যেই বাগানের ফুল, আমি সেই বাগানের মালি।

Leave a Reply