এ হাওয়া লিরিক্স- E Hawa Lyrics Meghdol Band

রাত্রির ট্রেন
করুন শঙ্খের মতো,
মায়ের মুখে
প্রথম শোনা গান।

জন্মাবধি একটা অন্ধ নদী
ডুকরে কাঁদা
মুক্তি দিল গান।

এ হাওয়া ..
আমায় নেবে কতদূরে,
এ হাওয়া ..
আমি এখানে।।

কোথায় ছিলাম, কোন শব্দের ভেতর
অক্ষর গুলো চূর্ন আলোয়।

কোন আবেগে, কোন নৈঃশব্দে
ধরবো তারে, আমার প্রথম গান।

এ হাওয়া ..
আমায় নেবে কতদূরে,
এ হাওয়া ..
আমি এখানে।।

কোথায় থাকে হারানো সুর
রহস্য নীল, মেঘের বাগান।

ফিরতি পথে, মস্ত আকাশ
অস্ফুট সব, ধুলোর গান …

এ হাওয়া ..
আমায় নেবে কতদূরে,
এ হাওয়া ..
আমি এখানে।।

Mehadi Bhuiyan

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.