ইলন রিভ মাস্ক হলেন একজন প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণ্য প্রকৌশলী, সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি হাইপারলুপ নামক কল্পিত উচ্চ গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার উদ্ভাবক। ২০১৮ সালে ইলন মাস্ক ‘ফেলো অব দি রয়্যাল সোসাইটি’ নির্বাচিত হন। একই বছর ফোর্বস সাময়িকী ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি’ তালিকায় ২৫ তম স্থানে তার নাম ঘোষণা করে। ২০১৯ সালে ফোর্বসের ‘আমেরিকার সবচেয়ে উদ্ভাবনী নেতৃত্ব’ তালিকায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এবং তার মোট সম্পত্তির পরিমাণ ৪১২ বিলিয়ন মার্কিন ডলার।
১
আপনি যেই জিনিসটা বানাতে সবচেয়ে ভালো করে পারেন, সেটা বানানোর জন্য আপনি অধিক কঠোর হতে চান? তাহলে সেটার মধ্যে সেইসব কারণকে খুঁজে বার করুন যেটা একটা সমস্যা, আর সেইসব সমস্যাকে সমাধান করুন।
২
সহ্যক্ষমতা অনেক বড় একটা গুন আর এটাকে শেখা আরো কঠিন।
৩
আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মানুষের ব্যক্তিত্ব দেখার বদলে, তার প্রতিভাকে বেশি গুরুত্ব দিই। আমি মনে করি, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যে কারোর মন অন্তত ভালো।
৪
পড়ালেখার সাথে মানুষের বুদ্ধিমত্তা মেলানোর ব্যাপারটাই আমার পছন্দ না। আপনি একটি ব্যাচেলর ডিগ্রির মালিক হয়েও একজন ইডিয়ট হতে পারেন।
৫
আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালংকারের মত মূল্যবান।
৬
ব্যবসাকে শুরু করা এবং সেটাকে বড় করা অতটাই সেটাকে করা মানুষগুলোর ইনোভ্যাসান, ড্রাইভ আর ডিটারমিনেসানের ব্যাপার যতটা তারা যে প্রোডাক্ট সেল করছে সেই ব্যাপারেও।
৭
যদি সত্যি কোনোকিছু সত্যি প্রয়োজনীয় হয়, তখন সমস্ত প্রতিকূলতার মধ্যেও তুমি সেটা করবে।
৮
মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে, যখন সে জানে যে তার লক্ষ্য কি এবং কেন।
৯
উদ্যোক্তা হওয়া কাঁচ খাওয়া আর মৃত্যুর খাদে ঘুরতে থাকার মতোই সমান। আমি মঙ্গল গ্রহে মরতে চাই কিন্তু ধাক্কা খাওয়ার থেকে মরতে চাইনা।
১০
যেকোনো জটিল কাজ করার জন্য অনেক লোককে নিয়োগ করা একটা বড় ভুল। সংখ্যা কখনোই ট্যালেন্টের জায়গা পূরণ করতে পারেনা।
১১
যে কাজটা করা তোমার জন্য অতি জরুরী, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত।এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও।
১২
আমি মনেকরি সাধারণ মানুষের পক্ষ্যে অসাধারন হয়ে ওঠার চেষ্টা করা সম্ভব।
১৩
আপনার কখনোই হার মানা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্যকেউ জোর করছে।
১৪
হয় আমি পরিবর্তন হতে দেখতে পারি, নাহয় সেই পরিবর্তনে অংশীদার হতে পারি।
১৫
যখন আমি কলেজে পড়তাম তখন আমি সর্বদা এমন একটা কাজের অংশ হতে চাইতাম, যেটা এই দুনিয়ায় পরিবর্তন আনতে পারে। এখন আমি সেটাই করি। এখন আমি সেটা হতে দেখতেও পারবো অথবা সেটার অংশও হতে পারবো।
১৬
আমার সব কোম্পানির জন্য আমার অনুপ্রেরণা এমন কোনো কাজের প্রতি অংশগ্রহণ করার ইচ্ছার জন্য হয়েছে, যেটা এই দুনিয়ায় সার্থক প্রভাব ফেলে।
১৭
চলুন সাধারণ জিনিস থেকে একটু দূরে সরে ভাবি এবং এমন পরিবেশ তৈরী করি যেখানে এমন ধরনেরই চিন্তাভাবনাকে উৎসাহিত করা হবে আর পুরস্কৃত করা হবে ও যেখানে ফেল হওয়াটাও ঠিক জিনিসই হবে।
১৮
অধ্যবসায় অত্যন্ত জরুরি, ততক্ষন পর্যন্ত হাল ছাড়া উচিত না যতক্ষণ না তুমি বাধ্য হও।
১৯
কোনোকিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপ টা নেওয়া প্রয়োজন , সম্ভাবনা আসে তার পরে।
২০
যদি আপনি কোনো কোম্পানি তৈরী করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেটা একটা কেক বানানোর মতো জিনিস, যেখানে আপনাকে সমস্ত সামগ্রীকে একদমই সঠিক পরিমান দিতে হবে।
২১
মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত, যেই জিনিসকে নিয়ে সে ভীষন উৎসাহী। কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজটাই করাতে আনন্দ লাগতে পারে।
২২
যদি বিফলতা না আসে, তাহলে বুঝতে হবে যে তুমি পর্যাপ্ত উদ্ভাবন করছো না।
২৩
যখন তুমি একটা সমস্যার সাথে সংগ্রাম করবে , তখনই সেটা সম্পর্কে বুঝতে পারবে।
২৪
কিছু করার জন্য আপনাকে অনেকটাই অনুপ্রাণিত হতে হবে, নাহলে আপনি নিজেকে খুবই দুঃখী করে ফেলবেন।
২৫
নতুন যুদ্ধক্ষেত্র দেখে ভয় পেওনা কখনও।
২৬
বাস্তবে একটাই জিনিস যার অর্থ আছে, সেটা হলো বড় সামুদ্রিক জ্ঞান পাওয়ার প্রয়াস করে যাওয়া।
২৭
Paypal থেকে চলে যাওয়ার সময় আমি ভেবেছিলাম আর কি কি সমস্যা আছে, যেটা এই মানবসভ্যতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। আমি কখনোই এমন ভাবে ভাবিনি যে পয়সা কমানোর সবচেয়ে ভালো উপায় কি আছে।
২৮
আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনায়াসেই সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন।
২৯
আপনি যদি সকালে উঠে ভাবেন যে ভবিষ্যত আরও ভাল হতে চলেছে, তবে এটি একটি উজ্জ্বল দিন । অন্যথায়, তা নয়।
৩০
সর্বদা মহান কিছু উৎপাদনের মাধ্যমেই একটা মহান কোম্পানি তৈরী হয়।