You are currently viewing হিপোক্রেটিস এর বিখ্যাত উক্তি : ২০ টি বিখ্যাত উক্তি

হিপোক্রেটিস এর বিখ্যাত উক্তি : ২০ টি বিখ্যাত উক্তি

কসের হিপোক্রেটিস (৪৬০ খ্রিস্টপূর্বাব্দ – ৩৬০ খ্রিস্টপূর্বাব্দ), যিনি দ্বিতীয় হিপোক্রেটিস নামেও পরিচিত, পেরিক্লেসের যুগের একজন প্রাচীন গ্রিক চিকিৎসক ছিলেন, যাঁকে চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন বলে গণ্য করা হয়। হিপোক্রেটীয় চিকিৎসাশৈলীর উদ্ভাবনের স্বীকৃতিতে তাঁকে পশ্চিমী চিকিৎসাশাস্ত্রের পিতা বলে অভিহিত করা হয়ে থাকে। তার শৈলী দর্শন ও ধর্মীয় রীতিনীতি থেকে পৃথক করে চিকিৎসাশাস্ত্রকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে প্রাচীন গ্রিক চিকিৎসাশাস্ত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে।

জীবনে দুটো জিনিসের অভ্যাস গড়ে তুলুন। এক কাউকে সাহায্য করা আর দুই হলো কারো ক্ষতি না করা।

অনেকেই মুগ্ধ হয়, কিন্তু কম লোকই বুঝতে পারে।

একজন জ্ঞানী মানুষকে বুঝতে হবে যে, সুস্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় আশীর্বাদ। আর তাকে শেখা উচিত, কীভাবে নিজের চিন্তার মাধ্যমে অসুস্থতা থেকেও উপকার গ্রহণ করা যায়।

জীবন সংক্ষিপ্ত, কিন্তু শিল্প চিরন্তন।

জীবন ছোট, আর শিল্প কলা শেখা দীর্ঘ সময়ের ব্যাপার।

যিনি জ্যোতিষবিদ্যা জানেন না, তার নিজেকে চিকিৎসক বলা উচিত নয়।

হাঁটা মানুষের সেরা ওষুধ।

অত্যন্ত জটিল রোগের জন্যই জোরালো চিকিৎসা প্রয়োজন।

অতিরিক্ত সবকিছুই প্রকৃতির বিরোধী।

১০

প্রার্থনা ভালো, কিন্তু দেবদেবীদের কাছে সাহায্যের আর্জি জানানোর পাশাপাশি নিজেকেও চেষ্টা করতে হবে।

১১

কোন রোগে আক্রান্ত সে ব্যক্তিটি কে, তা জানা রোগটি কী তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

১২

চিকিৎসা করো প্রায়শই, আরোগ্য দাও যখন সম্ভব, কিন্তু সবসময় পাশে থেকে সান্ত্বনা দাও।

১৩

বিজ্ঞানই জ্ঞানের উৎস, আর শুধুমাত্র মতামতই অজ্ঞতার জন্ম দেয়।

১৪

সুস্থতা সময়ের ওপর নির্ভর করে, তবে কখনও কখনও সেটা নির্ভর করে সুযোগের ওপরও।

১৫

যখন কোনো চিকিৎসক ভালো কিছু করতে পারে না, তখন তাকে ক্ষতি করার থেকে বিরত রাখা উচিত।

১৬

আসলে দুটি বিষয় রয়েছে—বিজ্ঞান ও মতামত; বিজ্ঞান জন্ম দেয় জ্ঞানের, আর মতামত আনে অজ্ঞতা।

১৭

খাবার যেন হয় ওষুধের মতো, আর ওষুধ যেন হয় খাবারের মতো।

১৮

যেখানেই চিকিৎসার শিল্পকে ভালোবাসা যায়, সেখানেই মানবতার প্রতি ভালোবাসাও থাকে।

১৯

প্রত্যেকের জন্য যথাযথ পুষ্টি ও ব্যায়াম নিশ্চিত করতে পারলে, আমরা সুস্বাস্থ্যের সবচেয়ে নিরাপদ উপায় আবিষ্কার করতাম।

২০

কিছু না করাও এক ধরনের ভালো চিকিৎসা হতে পারে।

Leave a Reply