আলি ইবনে আবু তালিব ছিলেন ( জন্ম: আনু. ১৩ সেপ্টেম্বর ৬০১ – আনু. ২৯ জানুয়ারি, ৬৬১ খ্রি.) ইসলাম এর নবি মুহম্মাদ এর চাচাতো ভাই, জামাতা ও সাহাবি, যিনি ৬৫৬ থেকে ৬৬১ সাল পর্যন্ত খলিফা হিসেবে গোটা মুসলিম বিশ্ব শাসন করেন। সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি মুহম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত ও প্রথম ইমাম। তিনি ছিলেন আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব ও ফাতিমা বিনতে আসাদের পুত্র, ফাতিমার স্বামী এবং হাসান ও হুসাইনের পিতা। তিনি আহল আল-কিসা ও আহল আল-বাইত এর একজন সদস্য হিসেবে শিয়া ও সুফিবাদী সুন্নি মুসলমানদের কাছে সম্মানিত। এই ব্লগ পোস্টে হযরত আলীর ভালোবাসা সম্পর্কিত কিছু অসাধারণ উক্তি তুলে ধরার সামান্য প্রয়াস করেছি।
১
মানুষকে একে অপরের প্রতি ভালোবাসা ও স্নেহ-মহব্বতের জন্য সৃষ্টি করা হয়েছে এবং জিনিসপত্র বা বস্তু ব্যবহার করার জন্য সৃষ্টি করা হয়েছে। যখন মানুষ বস্তুকে ভালোবাসে এবং মানুষকে ব্যবহার করে, তখন সামাজিক সমস্যা ও ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়।
২
ভালোবাসা সবাইকে নিবেদন করো; তবে তাকে সর্বাধিক ভালোবাস, যার অন্তরে তোমার জন্য তোমার চেয়েও অধিক ভালোবাসা বিদ্যমান।
৩
এমনভাবে নিজের জীবনকে গড়ে তোলো, যেন মৃত্যুর পর মানুষ তোমাকে হারিয়ে শোক করে, আর জীবিত থাকলে তোমার সান্নিধ্য পাওয়ার জন্য আকুল থাকে।
৪
হৃদয়ের রোগ দেহের রোগের চেয়েও কষ্ট আর যন্ত্রণার।
৫
দেহ জল দিয়ে পবিত্র হয়,
অহংকার অশ্রু দিয়ে,
বুদ্ধি জ্ঞান দিয়ে,
আর আত্মা ভালোবাসা দিয়ে পবিত্র হয়।
৬
একজন বন্ধুকে সত্যিকারের ততক্ষণ পর্যন্ত বন্ধু বলা যায় না যতক্ষণ না তিনটি পরিস্থিতিতে তার পরীক্ষা নেওয়া হয়: প্রয়োজনের সময়, তোমার অনুপস্থিতিতে, এবং তোমার মৃত্যুর পর।
৭
মহান মানুষের মহৎ কাজ হলো ক্ষমা করা এবং ভুলে যাওয়া।
