আলি ইবনে আবু তালিব ছিলেন ( জন্ম: আনু. ১৩ সেপ্টেম্বর ৬০১ – আনু. ২৯ জানুয়ারি, ৬৬১ খ্রি.) ইসলাম এর নবি মুহম্মাদ এর চাচাতো ভাই, জামাতা ও সাহাবি, যিনি ৬৫৬ থেকে ৬৬১ সাল পর্যন্ত খলিফা হিসেবে গোটা মুসলিম বিশ্ব শাসন করেন। সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি মুহম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত ও প্রথম ইমাম। তিনি ছিলেন আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব ও ফাতিমা বিনতে আসাদের পুত্র, ফাতিমার স্বামী এবং হাসান ও হুসাইনের পিতা। তিনি আহল আল-কিসা ও আহল আল-বাইত এর একজন সদস্য।
হজরত আলী (রা.)-এর কালজয়ী উক্তি
১
যে তোমার কাছে পরনিন্দা করে, নিশ্চয় জেনো সে অপরের কাছে তোমার নিন্দাও করে।
২
অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আঁধারে সমাহিত; কেননা তাদের অন্তর মৃত, আর মৃতের স্থান কবর
৩
সত্য বলো, এমনকি যদি তা তোমার বিরুদ্ধে যায়। সত্যই তোমার মুক্তির পথ।
৪
তুমি যত বড় নও, যদি কোন ব্যক্তি তোমাকে তার চাইতে বড় বলে, তবে তার সংস্পর্শ হতে দূরে থাকবে।
৫
এমন সঙ্গী বেছে নাও যে তোমাকে ভালো পথে নিয়ে যায় এবং তোমার ভুল সংশোধন করে।
৬
নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য ।
৭
অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়।
৮
আল্লাহর ওপর নির্ভর করো, তিনি তোমার সব সমস্যার সমাধানকারী। যে তাঁর ওপর ভরসা করে, সে কখনো হতাশ হয় না।
৯
পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।
১০
নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাক। কারণ, সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে।
১১
দান করো, কারণ এটি তোমার সম্পদ কমায় না, বরং তোমার মর্যাদা বাড়ায়।
১২
স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই।
১৩
জ্ঞানই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ; এটি কখনো হ্রাস পায় না বরং বিতরণের মাধ্যমে বৃদ্ধি পায়।
১৪
আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তা’আলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
১৫
আত্মীয়ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয়বৎসল গরিব ভালো।
১৬
স্বার্থের সাথে বন্ধুত্ব করো না; সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে।
১৭
রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে,
কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না।
১৮
পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়,
আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়।
১৯
ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন
২০
মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো
২১
দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা
আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।
২২
যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না
২৩
ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না,
ছোটদের সমষ্টিই বড় হয় ।
২৪
তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে
২৫
সৎ কাজ অল্প বলে চিন্তা করো না, বরং অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা কর।
২৬
যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!
২৭
যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না।
২৮
কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রুপ এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে।
২৯
অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে।
৩০
লোকের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না।