লিওনেল আন্দ্রেস মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেসি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত।
১
তোমার স্বপ্নে পৌঁছাতে হলে লড়াই করতে হবে। এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।
২
আমি প্রতিদিন ভোরে উঠি, রাত অবধি কাজ করি — এভাবেই কেটেছে বছরের পর বছর। ১৭ বছর ১১৪ দিন পর সবাই বলল, আমি এক রাতেই সফল হয়েছি!
৩
আমার মনের গভীরে এমন এক শক্তি আছে, যা আমাকে আঘাত সামলে উঠে আবার লড়াই চালিয়ে যেতে সাহস দেয়।
৪
আমি এলাম, দেখলাম, জয় করলাম।
৫
কখনো কখনো আপনাকে মেনে নিতে হয় যে আপনি সব সময় জিততে পারবে না।
৬
ফুটবলে যেমন, ঘড়ি তৈরিতেও প্রতিভা আর শৈলী তখনই মূল্য পায়, যখন তার সঙ্গে থাকে কঠোর অনুশাসন আর নিখুঁত নির্ভুলতা।
৭
একটি শিশুর হাসিমুখ দেখার আনন্দই সবচেয়ে বড়। আমি যেভাবে পারি সাহায্য করি, এমনকি যদি শুধু অটোগ্রাফ দিয়ে হয়। কারণ, একটি শিশুর হাসি পৃথিবীর সব সম্পদের চেয়েও মূল্যবান।
৮
যেকোনো বাধা জয় করা সম্ভব, যখন তুমি কোনো কিছু সত্যিই গভীরভাবে ভালোবাসো।
৯
হোক সেটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, পয়েন্টের জন্য, ফাইনাল, বা যেকোনো খেলাই কেন—আমি সবসময় একইভাবে খেলি। আমি সর্বদা আমার সেরাটা দিতে চেষ্টা করি, প্রথমে আমার দলের জন্য, নিজের জন্য, দর্শকদের জন্য, আর জেতার জন্য।
১০
আমি যা কিছু করেছি, সবই ফুটবলকে নিয়েই করেছি, আমার স্বপ্ন পূরণের জন্য।
১১
খেলায় জেতা বা হারার চেয়ে জীবনে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে।
১২
আর্জেন্টিনা আমার দেশ, আমার পরিবার, আর আমার নিজেকে প্রকাশ করার মাধ্যম।
১৩
আমি সবসময় ভাবতাম আমি পেশাদার ফুটবলার হতে চাই, আর সেটার জন্য অনেক ত্যাগ করতে হবে জানতাম। আমি ত্যাগ করেছিলাম আর্জেন্টিনা ছেড়ে, পরিবার ছেড়ে নতুন জীবন শুরু করতে। আমার বন্ধু, আমার মানুষ সবাই বদলে গিয়েছিলো। সব কিছু। কিন্তু আমি যা কিছু করেছি, সবই ফুটবলের জন্য, আমার স্বপ্ন পূরণের জন্য।
১৪
বিশ্বকাপে তোমাকে অবশ্যই নামতে হবে, আর বিশ্বকাপে সব কিছুই সম্ভব।
১৫
গোল করা সবচেয়ে আনন্দের, ব্রাজিলের বিরুদ্ধে হোক বা অন্য কোনো দলের বিরুদ্ধে।
১৬
আমি বার বার যা বলি তাই বলছি: আমি আর্জেন্টিনার জন্য সবসময় সেরা চাই। আমি কখনো কাউকে অসুবিধায় ফেলতে চাই না।
১৭
টাকা আমার প্রেরণা নয়। টাকা আমাকে উত্তেজিত করে না বা ভালো খেলতে শেখায় না, যদিও ধনী হওয়ার কিছু সুবিধা আছে। আমি শুধু পায়ের কাছে বল পেয়ে খুশি। আমার প্রেরণা আসে সেই খেলাটা খেলতে পেরে যা আমি ভালোবাসি। যদি আমাকে পেশাদার ফুটবলারের জন্য টাকা দেওয়া না হত, তবুও আমি ভালোবেসে বিনামূল্যে খেলতাম।
১৮
কোনো কিছুতে সেরা হিসেবে পরিচিত হওয়া বিশেষ ও সুন্দর ব্যাপার। কিন্তু যদি কোনো শিরোপা না থাকে, তাহলে কিছুই জয় হয়নি।
১৯
যে দিন মনে হবে আর কোন উন্নতি সম্ভব নয়, সেটি যেকোনো খেলোয়াড়ের জন্য দুঃখজনক দিন।
২০
আমি দলের সঙ্গে শিরোপা জেতাকে ব্যক্তিগত পুরস্কার বা বেশি গোল করার চেয়ে বেশি গুরুত্ব দিই। সেরা ফুটবলার হওয়ার থেকে ভালো মানুষ হওয়া আমার কাছে বেশি জরুরি। সব শেষ হওয়ার পর তুমি কী রেখে যাবে? আমি চাই অবসর নেওয়ার পরে সবাই আমাকে ভালো একজন মানুষ হিসেবে মনে রাখুক।