রাবেয়া বসরীর পুরো নাম রাবেয়া আল-আদাবিয়া আল-কায়সিয়া ( আনুমানিক ৭১৬ – ৮০১ খ্রিস্টাব্দ)। রাবেয়া বসরী ছিলেন এক বিশিষ্ট সুফি সাধিকা, কবি এবং ইরাকের এক প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি সুফিবাদের প্রথম যুগের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত হন। তাকে মুসলিম বিশ্বের বিশ্বে শ্রেষ্ঠ তিনজন কালন্দর সাধকের একজন হিসেবে তাঁকে গণ্য করা হয়। এই ব্লগে রাবেয়া বসরীর কিছু অসাধারণ উক্তি ও উপদেশ থাকছে পাঠকদের জন্য।
১
আমি শয়তানকে ঘৃণা করিনা, কারণ আমি আমার স্রষ্টার ভালোবাসায় এতটাই বিভুর যে, তাকে ঘৃণা করার সুযোগ পাইনা।
২
আমি এই আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দিবো, আর এই পানি দিয়ে জাহান্নামের আগুন নেভাবো, যেন মানুষ শুধু আল্লাহর প্রেমেই তাঁকে ভালোবাসে লোভে নয়, ভয়ে নয়।
৩
ওহে মানবরা! শুধু মাত্র ইন্দ্রিয়ের সাহায্যেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। হাত, পা, জিহ্বা এবং কান দিয়েও তা সম্ভবপর নয়। কারণ, কান শ্রোতা ও পদদ্বয় চালক মাত্র। কিন্তু তাঁর সম্পর্ক শুধু ক্বলবের সঙ্গে।
৪
পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না।
৫
আপন হৃদয়ের গোপনপুরে যে পাপ, অন্ধকার, আবর্জনা বাসা বেধেছে তা ধৌত করে মন পরিষ্কার করতে না পারলে মাহবুবকে পাওয়া যায় না।
৬
যিনি ঈশ্বরের নিকট হতে প্রার্থনা পূর্বক হৃদয় প্রাপ্ত হন এবং তৎক্ষণাৎ সেই হৃদয় ঈশ্বরকে প্রত্যার্পণ করেন, তিনিই ঋষি।
৭
আল্লাহর সাথে একদিন মিলন হবে, এই আশা, এই বিশ্বাস রাখবে।
৮
যদি কেউ আপনাকে বলে যে সে ঈশ্বরকে একটি হাজারেরও বেশি প্রমাণ করেছে, তবে তাকে থামিয়ে দিন। কারণ ঈশ্বরকে জানার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই।
৯
বিয়ে তো তারই দরকার যার দেহ আছে। কিন্তু আমার তো শরীরই নাই, আমি তো স্বীয় শরীরের মালিক নই, সমস্তই তাঁহাতে বিলীন করে দিয়েছি।
১০
আল্লাহর সম্পর্ক হৃদয়ের সঙ্গে, অতএব হৃদয়ের জাগরন খুব জরুরী, যার হৃদয় জেগে থাকে, তার কোন বন্ধুর প্রয়োজন নেই।
১১
আল্লাহর সম্পর্ক হৃদয়ের সঙ্গে। অতএব হৃদয়ের জাগরণ খুব জরুরী। যার হৃদয় জেগে থাকে, তার কোন বন্ধুর প্রয়োজন নেই।
১২
যার আত্মা জাগ্রত, তার বন্ধুর প্রয়োজন নেই।
১৩
পরমকে তাঁর সত্তারগুনেই ভালবাসতে হবে, ভয় বা কোনো কিছু প্রাপ্তির লোভে নয়।
১৪
আমার অন্তর ভরে আছে আল্লাহর প্রেমে। সেখানে অন্য কারোর জন্য ভালোবাসা বা ঘৃণা প্রকাশ করার কোনো জায়গা নেই।
১৫
যে ব্যক্তি বন্ধুর দেওয়া আঘাত, বন্ধুর দর্শনে ভুলে যায়, সেই প্রকৃত বন্ধুত্বের দাবিদার।
১৬
হে দয়াময় প্রভু, তুমি দুনিয়াতে আমার জন্য যা নির্ধারন করেছ, তা আমার শত্রুকে দিয়ে দাও। আখেরাতে যা নির্ধারন করেছে তা আমার মিত্রকে দিয়ে দাও। আর শুধু তুমি আমার হয়ে যাও।
১৭
হে আল্লাহ! আমি যদি জান্নাতের লোভে ইবাদত করি, তাইলে আমি যেন কখনই জান্নাতে না যাই আর আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি, তাইলে যেন আমি জাহান্নামে যাই। কিন্তু আল্লাহ আমি যদি শুধু তোমার ভালবাসায় তোমার ইবাদত করি, তাইলে আমি যেন কখনই তোমার দর্শন থেকে এক মূহূর্ত বঞ্চিত না হই।
১৮
একবার কেউ জিজ্ঞাসা করল, “আপনি কি আল্লাহকে ভয় পান?” রাবেয়া উত্তর দিলেন, “আমি তাঁকে ভয় করি না, আমি তাঁকে ভালোবাসি। ভয় শয়তানের কাজ, প্রেম মুমিনের।
১৯
একবার একব্যক্তি এসে জিজ্ঞাসা করল, অনেক দিন ধরে আমি ইবাদত করছি কিন্তু আল্লাহ সুবহানাতায়ালার পক্ষ থেকে কোন সাড়া শব্দ পাচ্ছি না। তখন রাবেয়া বসরী রাহমাতুল্লাহ আলাইহা উত্তর দিল – বারবার আঘাত কর দরজা ভেঙ্গে যাবে।
২০
আসল কাজটা হৃদয়ের মধ্যেই নিহিত। তোমার হৃদয়কে জাগাও! কারণ যখন হৃদয় পুরোপুরি জেগে ওঠে, তখন আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না।
