You are currently viewing উইনস্টন চার্চিলের উক্তি : ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এর ৪০ টি বিখ্যাত উক্তি

উইনস্টন চার্চিলের উক্তি : ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এর ৪০ টি বিখ্যাত উক্তি

উইনস্টন চার্চিল ছিলেন একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক, সামরিক কর্মকর্তা ও লেখক। তিনি ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়) এবং পুনরায় ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চার্চিলকে যুক্তরাজ্য ও বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন। ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন। উইনস্টন চার্চিল তার জীবনপর প্রায় ৫০ বছর রাজনীতির প্রথম সারিতে ছিলেন। বিভিন্ন সময়ে ক্যাবিনেটের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

১৯০০ সালে চার্চিল হাউস অফ কমন্সে নির্বাচিত হন। প্রথম বিশ্বযুদ্ধের আগে তিনি প্রেসিডেন্ট অব দ্য বোর্ড অব দ্য ট্রেড, হোম সেক্রেটারি ও যুদ্ধকালে আসকুইথ লিবারেল গর্ভমেন্টের ফার্স্ট লর্ড অব দ্য অ্যাডমিরালটির দায়িত্ব পালন করেন। তিনি রয়্যাল স্কটস ফাসিলিয়ার্সের ৬ নাম্বার ব্যাটেলিয়ানের ওয়েস্টার্ন ফ্রন্টের কমান্ডারের দায়িত্ব পালন করেন। যুদ্ধ থেকে ফিরে মিনিস্টার অব মিউনিশনস, সেক্রেটারি অব স্টেট ফর ওয়ার এবং সেক্রেটারি অব স্টেট ফর এয়ারের দায়িত্ব পালন করেন। যুদ্ধের পর রক্ষণশীল বাল্ডউইন সরকারের (১৯২৪-২৯) চ্যান্সেলর অব দ্য এক্সচেকুয়ার ছিলেন। ত্রিশের দশকে তিনি হিটলারের উত্থান নিয়ে সচেতন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আবার ফার্স্ট লর্ড অব দ্য অ্যাডমিরালটি নিযুক্ত হন। যুদ্ধকালেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। সে সময় তার বক্তৃতা ও রেডিও কথামালা ব্রিটিশদের খুবই প্রভাবিত করে। তার সফল নেতৃত্বের কারণে জার্মান বাহিনী যুদ্ধে পরাজিত হয়। তিনি কূটনীতিতে বেশ পারদর্শী ছিলেন। যুদ্ধকালীন সময়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল মৈত্রী গড়ে তুলেন। তার শাসনামলে ভারতে রাখা কিছু ভূমিকার কারণে তিনি বিতর্কিত হন। বিশেষ করে যুদ্ধকালীন দুর্ভিক্ষের জন্য তাকে দায়ী করা হয়। ১৯৪৫ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টি হারলে তিনি বিরোধী দলীয় নেতা হন। ১৯৫১ সালে আবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অবসর নেন ১৯৫৫ সালে।

রাজনীতি যুদ্ধের মাতা উত্তেজনাপূর্ণ এবং প্রায় বিপজ্জনক। যুদ্ধে তারা আপনাকে কেবল একবার হত্যা করতে পারে, তবে রাজনীতিতে আনকবার।

যদি সর্বশক্তিমানকে এ পৃথিবী আবার বানাতে হয় এবং তিনি আমার পরামর্শ চান, আমি বলব প্রত্যেকটি দেশের চারপাশ ঘিরে ইংলিশ চ্যানেল তৈরি করতে। আর আবহাওয়া এমন হবে যদি কেউ তার ওপর দিয়ে উড়ে যেতে চায় তো তৎক্ষণাৎ তাতে আগুন ধরে যাবে।

আপনি যদি কোনও বার্কিং কুকুরের দিকে পাথর নিক্ষেপ করা বন্ধ করেন তবে আপনি কখনও আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না।

আমার সবচেয়ে উজ্জ্বল কীর্তি ছিল আমার স্ত্রীকে আমাকে বিয়ে করতে প্ররোচিত করতে আমার সক্ষমতা।

আমি সেই মানুষকে পছন্দ করি যুদ্ধের সময় যে হাসে।

সামনের দিকে তাকালো বরাবরই বুদ্ধিমানের কাজ, তবে আপনি যা পারেন তার বাইরে তাকালো কঠিন।

য়ে জাতি তার অতীতাক ভুলে যায় তার কোন ভবিষ্যত থাকে না।

যা উচিৎ তা অবশ্য করা দরকার-ব্যক্তিগত পরিণাম যা-ই হোক, বাধা বিপত্তি চাপ যতই আসুক না কেন, কারণ সেটাই যাবতীয় মানব নৈতিকতার ভিত্তিভূমি।

যদি আমরা অতীত এবং বর্তমান-এ দুই নিয়ে ঝগড়া বাঁধাই, তবে আমরা দেখতে পাবো যে আমরা ভবিয়াৎ হারিয়ে ফেলেছি।

১০

যদি মানবজাতি এক দীর্ঘ এবং অনির্দিষ্টকাল পর্যন্ত জাগতিক সমৃদ্ধি ভোগ করতে চায়, তবে তাদের একে অপরের প্রতি এক শান্তিপূর্ণ এবং সাহায্যকারী মনোভার নিয়ে চলতে হবে।

১১

একজন বিচক্ষণ রাজনীতিবিদ আগামীকাল, কিংবা আগামী সপ্তাহে, পরের মাসে, পরের বছরে কী ঘটতে চালছে তা সম্বন্তে ভবিযাদ্বাণী করতে পারেন। যদি সেগুলি না ঘাট তার কারণ যুক্তিগ্রাহ্যভাবে মানুষের কাছে উপস্থাপনার দক্ষতাও তার থাকে।

১২

জীবদ্দশায় আমাকে প্রায়ই নিজের কথা ফিরিয়ে নিতে হয়েছে, এবং স্বীকার করতে লজ্জা নেই যে আমি প্রতিবারই ওগুলিকে স্বাস্থ্যকর খাদ্য হিসাবে গ্রহণ করেছি।

১৩

আপনাকে অবশাই সত্যগুলি দেখতে হবে কারণ ভারা আপনাকে দেখে।

১৪

উন্নতি করাত হলে পরিবর্তন করতে হয়, তাই নিখুঁত হাত হলে প্রায়ই পরিবর্তন করতে হয়।

১৫

একজন হতাশাবাদী প্রতিটি সুযোগে অসুবিধা দেখেন, একজন আশাবাদী প্রতিটি অসুবিধাতে সুযোগটি দেখেন।

১৬

একজন ধর্মান্ধ হল সে যে তার মন পরিবর্তন করতে পারে না এবং বিষয় পরিবর্তন করতে পারে না।

১৭

সাহস ছাড়া অনা সব গুণ তাদের অর্থ হারিয়ে ফেলে।

১৮

মানাভাব হলো একটি সামান্য জিনিস যা একটি বড় পার্থকা করে।

১৯

মহান এবং ভাল লোক কদাচিৎ একই মানুষ।

২০

প্রত্যেকেরই তার দিন থাকে এবং কিছু দিন অনাদের চেয়ে বেশি স্থায়ী হয়।

২১

তীব্র জটিলতার মধ্যে থেকে তীব্র সরলতার উদ্ভব হয়।

২২

ঘুড়ি বাতাসের বিরুদ্ধে সর্বোচ্চ উঠে যায়, এর সাথে নয়।

২৩

যিনি প্রত্যহ কুমিরদের খাইয়ে খিদে প্রশমিত করেন তিনি আশা করেন শোষ কিন্তু ওরা তাকেই খাবে।

২৪

সত্য প্যান্ট পরতে পরতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারে।

২৫

দৃষ্টিভঙ্গি হল সেই সামান্য জিনিস যা আকাশপ্রমাণ প্রার্থক্যের সৃষ্টি করে।

২৬

মানুষের যাবতীয় গুণাবলীর মধ্যে সাহসই হল সর্বশ্রেষ্ঠ শুণ কারণ এটিই বাকিদের নিশ্চিত করে।

২৭

সমালোচনা অপছন্দের হতেই পারে, কিন্তু এর প্রয়োজন আছে। দেহের মাথা যেমন যন্ত্রণা- একই উদ্দেশ্য সাধন করে। একটি অস্বস্তিকর অবস্থার দিকে এটি মনোযোগ আকর্ষণ করে।

২৮

যে-কোনো দেশের প্রকৃত সম্পদ হল তার স্বাস্থ্যবান নাগরিকবৃন্দ।

২৯

কর্মের ব্যাপারে আমার কখনও দুঃশ্চিন্তা নেই, যা কিছু চিন্তা কেবল নিষ্ক্রিয়তা নিয়ে।

৩০

কৌশল যতই সুন্দর হোক না কেন, মাঝেমধ্যেই পরিণতিটা ভেবে দেখা উচিত।

৩১

সর্বদাই আমি আগে থাকাত ভবিষাদ্বাণী করতে চাই না, কারণ তার থোক ভালো নীতি হল, ঘটনাটা ঘটে যাবার পর ভবিষ্যদ্বাণী করা।

৩২

নিজের কাজ নিজে গিলে আমাকে কখনোই বদহজমে ভুগতে হয়নি।

৩৩

সাহস হালা মানবিক গুণাবলীর প্রথম কারণ এটি এমন গুণ যা অন্য সকলের গ্যারান্টি দেয়।

৩৪

আমরা কষ্টের হৃদয় থেকেই অনুপ্রেরণা এবং বেঁচে থাকার অর্থ আঁকব।

৩৫

আমরা যা পাই তা দিয়েই আমরা জীবিকা নির্বাহ করি, তবে আমরা যা দিয়ে থাকি তা দিয়েই জীবনধারণ গড়ি।

৩৬

সত্য অবিসংবাদিত। বিদ্বেষ এটিকে আক্রমণ করতে পারে, অজ্ঞতা এটিকে উপহাস করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত, এটি রয়েছে।

৩৭

আপনার শত্রু আছে? ভালো, এর অর্থ আপনি আপনার জীবান কিছুটা সময় দাঁড়িয়েছিলেন।

৩৮

সৎ হওয়া ভালো জিনিস, তবে এটি সঠিক হওয়াও খুব গুরুত্বপূর্ণ।

৩৯

সফলতা হলো উদ্যম হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে যাওয়া।

৪০

আপনারা আশা পোষণ করুন, কিন্তু বাস্তবতা উপেক্ষা করবেন না।

Leave a Reply