Neshar Bojha Lyrics – নেশার বোঝা লিরিক
কেউ বুঝেনি আমায়, চেনেনি তো কেউ দেখেও কতবার তবু দেখেনি কেউ মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো তাই আমি, বৃষ্টি এলেই পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ শুকাতে রোদের তীরে নিজেকে আমি