ইলিয়াড : যুদ্ধ, বীরত্ব ও ট্রাজেডির মিশেলে হোমারের অমর এক মহাকাব্য

ইলিয়াড শব্দটি এসেছে ইলিয়াম শব্দ থেকে। পূর্বে ট্রয় নগরীকে ইলিয়াম নামেই ডাকা হতো। ট্রয় যুদ্ধের কথা শুনলে আমাদের প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো ট্রয় নগরী বা ট্রয় যুদ্ধ বলে আসলে আদৌও কি কিছু ছিলো? নাকি পুরোটাই মানব মস্তিষ্কপ্রসূত কল্পনা? ট্রয় নগরী বলে যে কিছু ছিলো তার কিছু প্রত্মতাত্মিক নিদর্শনও পাওয়া গেছে। হেমারের মহাকাব্যের ট্রয় নগরীর অবস্থান বর্তমান তুরস্কের চানাক্কাল প্রদেশের ডারডেনলস প্রনালীর পাশে। ১৮৭০ সালের দিকে জার্মান প্রত্নতাত্ত্বিক হাইনরিশ শ্লিমান খনন কাজ চালিয়ে ট্রয় নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। সেই ট্রয় নগরী ও ট্রয় যুদ্ধ গ্রীক হেলেনীয় সংস্কৃতির সাথে মিলেমিশে মানুষ ও দেবতার মিশেল তা রূপ নিয়েছে অসাধারন এক মহাকাব্যে।

Continue Readingইলিয়াড : যুদ্ধ, বীরত্ব ও ট্রাজেডির মিশেলে হোমারের অমর এক মহাকাব্য