কাহলিল জিবরানের কবিতা : ১০ টি বিখ্যাত কবিতা
সে তোমাকে ভুট্টার শিষের মতো সংগ্রহ করে, সে তোমাকে পরিবর্তন করে তোমার খোসা থেকে মুক্ত করার জন্য। শুভ্রতার জন্য সে তোমাকে পেষাই করে যতক্ষণ না মিহি নরম হও। তারপর তার পবিত্র আগুনে তেমাকে ছুঁড়ে দেয়, যাতে তুমি পবিত্র রুটি হয়ে উঠতে পারো।
