You are currently viewing Janena Keu Lyrics Shironamhin ( জানেনা কেউ লিরিক শিরোনামহীন )

Janena Keu Lyrics Shironamhin ( জানেনা কেউ লিরিক শিরোনামহীন )

জানেনা কেউ,
জানে শুধু আকাশের তারারা
জানেনা কেউ,
বিপন্ন দিশেহারা
বিষাদময় পাতা ঝরে
ভালোবাসায়….
সেই বিষন্ন বিকেল
বিপন্ন সময়, বেদনায়
তাই বিভ্রান্ত হৃদয়
শুধু স্মৃতির পাতায়, আবারও ফিরে চায়
হেরে যায়, তোমারি আশায়।।

…..

ভালোবাসার কোনো শাখা নেই
ইচ্ছের পাখা নেই যেমন
হয়তো, আজ এই ক্ষনে খুঁজে খুঁজে
হারাবে আমায় ভীষণ
আর কতকাল এই শুন্য বুকে
গাংচিল ডাকে রোজ সব হারিয়ে
হৃদয়ে চলে ঝড়, আমিও নিখোঁজ।।

….

আমিও সেই
আগের মতো উদাস স্বপ্নেই থেকে যাই
তুমিও কি
চাও আমি ঘুরে দাঁড়াই?
ফিরে তাকাও
অদম্য দুরন্ত সাগরের ঢেউ
ঠিকানা নেই স্বপ্নের,
বোঝেনা কেউ।
জানেনা কেউ,
অবাধ্য সেই স্বপ্নের কোনো ডানা নেই
জানি শুধু কেউ কোথাও ভালো নেই।।

Author

  • Mehadi Bhuiyan

    শৈশব থেকেই ইতিহাস, মিথলজি আর শিল্পের অলিগলি আমার কাছে বিস্ময়কর মনে হতো। ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই বিস্ময়কে পরিণত করেছে ভালোবাসায়। আমি মনে করি, জগতকে বোঝার সেরা উপায় হলো পাঠ করা আর নিজের উপলব্ধিকে প্রকাশ করার সেরা মাধ্যম হলো লেখা। তাই কেবল জানানোর জন্য নয়, বরং লিখতে ভালোবাসি বলেই আমার এই শব্দযাত্রা। নতুনের সন্ধানে বিরামহীন ছুটে চলা আর সেই অভিজ্ঞতার নির্যাসটুকুই আমি এখানে ভাগ করে নিই।

    লেখক ও সম্পাদক, মুখোশ.নেট

    View all posts

Leave a Reply