হেলাল হাফিজ বাংলাদেশের একজন আধুনিক কবি। তিনি বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তার কবিতা সংকলন যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে।
২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’;- এ কবিতার দুটি পঙ্ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে। সুপ্রিয় পাঠক আজকের এই ব্লগে থাকছে হেলাল হাফিজের কিছু বিখ্যাত উক্তি ও কবিতার লাইন।
১#
❝কেন আমার দিন কাটে না রাত কাটে না
রাত কাটে তো ভোর দেখি না❞
~ হেলাল হাফিজ
২#
কিছু কথা অকথিত থেকে যায়
বেদনার সব কথা মানুষ বলে না।
~ হেলাল হাফিজ
৩#
তাবিজ!
এ কেমন তাবিজ করেছো সোনা,
ব্যথাও কমে না, বিষও নামে না!
~ হেলাল হাফিজ
৪#
আমার হয়নি, তাতে কী হয়েছে?
তোমাদের হোক…
~ হেলাল হাফিজ
৫#
আমি আর কতোটুকু পারি ?
কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
~ হেলাল হাফিজ
৬#
তোমার মনে ভর করেছে
এক আকাশ অভিমান
তোমার আঁখি হতে ঝরেছে
এক সমুদ্র নোনা বান।
~ হেলাল হাফিজ
৭#
কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’
যাবে?
~ হেলাল হাফিজ
৮#
আমার দুঃখ আছে কিন্তু আমি দুখী নই,
দুঃখ তো সুখের মতো নীচ নয়, যে আমাকে দুঃখ দেবে। ~ হেলাল হাফিজ
৯#
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।
~ হেলাল হাফিজ
১০#
“ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন,
আগামী মিছিলে এসো
স্লোগানে স্লোগানে হবে কথোপকথন”।
~হেলাল হাফিজ।
১১#
পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যার
তাকে কেন একমাস শ্রাবণ দেখালে!
~ হেলাল হাফিজ
১২#
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।
~ হেলাল হাফিজ
১৩#
যদি কোনোদিন আসে আবার দুর্দিন,
যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে
ভেঙে সেই কালো কারাগার
আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার
~ হেলাল হাফিজ
১৪#
যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।
~ হেলাল হাফিজ
১৫#
অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে
মূলতই ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল।
~ হেলাল হাফিজ
১৬#
তোমার মনে ভর করেছে
এক আকাশ অভিমান
তোমার আঁখি হতে ঝরেছে
এক সমুদ্র নোনা বান।
~ হেলাল হাফিজ
১৭#
অসম্ভব ক্ষুধা ও তৃষ্ণা ছিলো, সামনে যা পেলো খেলো, যেন মন্বন্তরে কেটে যাওয়া রজতজয়ন্তী শেষে।
~ হেলাল হাফিজ
১৮#
কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !
~ হেলাল হাফিজ
১৯#
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয়।
~ হেলাল হাফিজ
২০#
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে।
~ হেলাল হাফিজ
২১#
ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য
বাড়াবো, আজ দেখি রাজ্য আছে রাজা আছে
ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে।
২২#
আমি তো কাঁচের নই
তবুও চৌচির হয়ে গেছি।
২৩#
তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ!
২৪#
তোমার মনে ভর করেছে
এক আকাশ অভিমান
তোমার আঁখি হতে ঝরেছে
এক সমুদ্র নোনা বান।
২৫#
এখনও তোমার শরীরের ঘ্রাণ
লেগে আছে আমার বুক পকেটে!
২৬#
কি অসীম শূণ্যতা!
কি অবাস্তব নিস্তব্ধতা!
কি অসম্ভব নিঃসঙ্গতা!
২৭#
নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না!
২৮#
দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষাহীন।
কেউ বলেনি তবু এলাম, বলতে এলাম ভালবাসি।
~ হেলাল হাফিজ
২৯#
কি অসীম শূণ্যতা!
কি অবাস্তব নিস্তব্ধতা!
কি অসম্ভব নিঃসঙ্গতা!
~ হেলাল হাফিজ
৩০#
তোমার বুকের ওড়না, আমার প্রেমের জায়নামাজ।
~ হেলাল হাফিজ
৩১#
বেহিসেবি মনের খরচে
খরচ হয়ে যাব একদিন।
তোমার নামে বাকি থাকবে
ছোট্ট একটা হিসেবের ঋণ!
~ হেলাল হাফিজ
৩২#
এখন আমি ভুলে গেছি সব কিছু,
যা কিছু সম্ভব ভুলে যাবার।
মরণ হয়েছে আমার! বহু অপঘাতে, বেদনা সয়ে, নিভৃতে! যে ছিল তোমার, মরণ হয়েছে তার!
~ হেলাল হাফিজ
৩৩#
ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য
বাড়াবো, আজ দেখি রাজ্য আছে রাজা আছে
ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে।
~ হেলাল হাফিজ
৩৪#
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি,
লাল শাড়িটা তোমার পড়ে এসো।
~ হেলাল হাফিজ
৩৫#
দীর্ঘ অচেনা প্রান্তরে
হেঁটেছি অনেক দূর! হারিয়ে ফেলেছি হেলায় কত গান কত সুর! নিরন্তর বেঁচে থাকা বিবর্ণ বেদনা নিয়ে, রাখেনি কথা কেউ ভালবাসার কথা দিয়ে।
৩৬#
তোমাকে শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।
~ হেলাল হাফিজ
৩৭#
ইচ্ছে হলে দেখতে দিও, দেখো হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো।
৩৮#
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়ো, পত্র দিয়ো৷
~ হেলাল হাফিজ
৩৯#
অপূণতায় নষ্টে-কষ্টে গেলো
এতোটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো
এসো দু’জন প্লাবিত হই প্রেমে
নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে।
~ হেলাল হাফিজ
৪০#
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
~ হেলাল হাফিজ
৪১#
কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা।
~ হেলাল হাফিজ
৪২#
ক্যালেন্ডেরের কোন পাতাটা আমার মত খুব ব্যথিত
ডাগর চোখে তোমার দিকে তাকিয়ে থাকে পত্র দিও।
৪৩#
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।
~ হেলাল হাফিজ
৪৪#
কবির জীবন খেয়ে জীবন ধারণ করে
কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর,
কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন,
যেমন যত্নে রাখে তীর
জেনে-শুনে সব জল ভয়াল নদীর।

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.