হুমায়ূন ফরীদি (২৯ মে ১৯৫২ – ১৩ ফেব্রুয়ারি ২০১২) ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে ফরীদি চলচ্চিত্র জগতে আগমন করেন। তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়। তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা হিসেবে অধিক গ্রহণযোগ্য।
১#
প্রেমে পড়লে মনে হয় যেন পেটের ওপর প্রজাপতি নাচছে। সুড়সুড়ির মতো কিছু একটা। এটা ভাষায় প্রকাশ করা কঠিন।
২#
মৃত্যুর মত এতো স্নিগ্ধ, এতো গভীর সুন্দর আর কিছু নাই।
৩#
আপোষ করেতো ভিতু মানুষ, আপোষ করে তো মেরুদণ্ডহীন প্রাণী।
৪#
প্রেমের অনুভূতি একেবারে ‘ই অন্যরকম,একেবারে’ই;এটা একাক জনের কাছে একাক রকম; যেটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না!
৫#
প্রথম প্রেম সত্যি হয়,তবে সেটা ভুল মানুষের সাথে,ভুল সময়ে হয়।
৬#
ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে – সারা জীবন কষ্ট সইতে দ্বিধা বোধ করে না।
৭#
কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে; আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনােই চায় না, বা আশা করে না।
৮#
জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
৯#
সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না – অবশ্যই সুখী হবেন।
১০#
জীবনে চাইলেই কাউকে কখনও নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়।
১১#
আমি আমার শত্রুকে ‘বধ’ করার জন্য আমার ‘হাসি টুকু’ অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি।
১২#
Life is nothing but a journey towards death, আপোষ করে তো ভিতু মানুষ। আপোষ করে তো মেরুদন্ড হীন প্রাণী। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। মানুষ কখনও বৃদ্ধ হয়না। মানুষ তার মনে মনে সারাজীবনই ২৮ বছর বছরে থাকে। তুমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।
১৩#
যে মানুষ তোমায় সত্যিকারের ভালোবাসে সে সকল সময় তোমায় চোখে চোখে রাখবে কারণ সে তোমায় কখনোই হারাতে চায় না।
১৪#
উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।
১৫#
কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে, তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।
১৬#
এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে আমার না হোক।
১৭#
মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।
১৮#
প্রেমের আর একটা দিক হচ্ছে না বুঝা, আপনি কেন প্রেমে পড়েছেন? সেইটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতোই সমান।
১৯#
আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মত প্রাধান্য দেই। নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়।
২০#
তুমি বলেছিলে মানুষ বদলায়..তাই তুমি বদলে গেলে কিন্তু, আমি বদলায় নি তবে আমি কি মানুষ নই?
২১#
কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোন পথ নেই।
২২#
চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই।
২৩#
যারা নিজেদের জন্য নিয়ম তৈরি করে না, তাদেরকেই অন্যের নিয়ম মেনে চলতে হয়।
২৪#
পৃথিবীতে কিছু মানুষ আছে, যারা শত চেষ্টা করেও কারোর আপন হতে পারে না।
২৫#
কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়।
২৬#
পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে পৃথিবীটা বোধহয় এতো সুন্দর হতো না।
২৭#
ছেড়ে যাওয়া মানুষ গুলো কিভাবে বুঝবে!!!! তাদের রেখে যাওয়া স্মৃতি গুলোর ওজন কতোটা ভারী হয়।
২৮#
উঠে দাঁড়াতে একটা হাত লাগে! আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।
২৯#
যা আপনার নয় তার উপর কখনো অধিকার দাবী করবেন না..! এবং যারা বোঝেন না তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন না।
৩০#
পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই..!!! তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রনাতেও হাসতে পারে।
৩১#
মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়..? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।
৩২#
সব থেকে খারাপ নেশা হলো, কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা।
৩৩#
ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না। দুটি মনের মিলনেই ভালোবাসা হয়।
৩৪#
আমিতো ধরতে চেয়েছি তাকে, যে আমাকে ফেলে চলে গিয়েছে।
৩৫#
আমারে ছাইড়া গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা! আফসোস আমারে পাইবা না!
৩৬#
পারলে একটা বেকার ছেলের হাত ধরে রেখো। যখন সাফল্য অর্জন করবে, তার সাফল্যের কারণ হবে তুমি।
৩৭#
কাউকে এতোটাও ভালােবাসাে না…! যতোটা ভালােবাসলে মানুষটা তােমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে।
৩৮#
আমি তোমাকে ভালোবাসি… তোমাকে ছাড়া বাঁচবো না, এটা পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুন্ঠিত একটি বাক্য।
৩৯#
শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও.. মানুষ কিন্তু কুকুর পোষে। কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন।
৪০#
কিছু মানুষ কোন দিনও কারোর প্রিয় হতে পারেনা। ভাড়া বাড়ির মতো পর হয়ে থাকে!
৪১#
যে মানুষটি তােমাকে সত্যিকারে ভালােবাসবে, সে সবসময় তােমাকে চোখে-চোখেই রাখবে…! কারণ সে তােমাকে কখনই হারাতে চাইবে না।
৪২#
কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে, যেটা সে কখনো চায় না।
৪৩#
মৃত্যু অনিবার্য!!! তুমি যখন জন্মেছো তোমাকে মরতেই হবে। এটা যদি তোমার মাথায় থাকে, তুমি পাপ করতে পারবে না।
৪৪#
একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাস-ঘাতকতা করে না।
৪৫#
চলে গেলেও আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে!
৪৬#
নিজেকে ২ দিন আড়াল করে দেখুন, ৩ দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসেনা।
৪৭#
পরিচিতি অজুহাতে যে হারিয়ে যায়… সে তোমাকে কখনো সত্যিকারের ভালোবাসেনি।
৪৮#
সেই পুরুষই সুন্দর! যে রাগের মাঝেও নারীর সাথে ভালোভাবে কথা বলতে পারে।
৪৯#
এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক; সে আমার না হোক।
৫০#
তুৃমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।
৫১#
সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না। সুখী হবেন অবশ্যই।
৫২#
মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি!
৫৩#
আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গিয়েছে! আমি যাকে স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে।
৫৪#
বেইমান কখনো কাঁদেনা আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না।
৫৫#
কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের! কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো।
৫৬#
মানুষ কখনো বৃদ্ধ হয় না! মানুষ তার মনে মনে সারা জীবন ২৮ বছরে থাকে।
৫৭#
মৃত্যু অনিবার্য জেনেও মানুষ পাপ করে!! তেমনি প্রেমে কষ্ট জেনেও তারা প্রেমে পড়ে।
৫৮#
এই স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখিয়ে….. রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে। এটাই স্বাভাবিক!
৫৯#
ঠিক বেঠিক হিসেব করে তো জীবন চলে না! জীবন চলে জীবনের নিয়মে।
৬০#
জীবন মানে, ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
৬১#
মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছুই নেই। কারণ মৃত্যু অনিবার্য! আর যেটা অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়।
৬২#
কাউকে একবার মনে থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে কঠিন মনে হবে।
৬৩#
কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না।
৬৪#
প্রেমের অনুভূতি একদম অন্যরকম! এটি এক এক জনের কাছে এক এক রকম। কেউ কাউকে বলে বোঝাতে পারবেনা।

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.