হিংসা নিচু মানুষের স্বভাবের বহিঃপ্রকাশ। হিংসুটে মানুষকে কেউ পছন্দ করে। তারা কারো ভালো সহ্য করতে পারে না। কখনো কারো উপকারেও এগিয়ে আসে না। হিংসা নিয়ে পৃথিবীর বিখ্যাত মানুষদের কিছু অসাধারণ উক্তির সংকলন থাকছে এই লেখায়।
১#
নিঃসঙ্গতা, হিংসা এবং অপরাধবোধের মতো নেতিবাচক আবেগ একটি সুখী জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; তারা বড়, ঝলকানি লক্ষণ যে কিছু পরিবর্তন করা প্রয়োজন।
– গ্রেচেন রুবিন
২#
এমনকি মহৎ উদ্দেশ্য সাধনের জন্যও আমি হিংসার আশ্রয় গ্রহণ করার ঘোর বিরোধী।
-মহাত্মা গান্ধী
৩#
যখন তুমি ভালো করতে থাকবে তখন তোমাকে হিংসা করবে, তুমি না চাইতেও শত্রু বানাবে।
-হুমায়ূন আহমেদ
৪#
ঈর্ষা উভয়ই যুক্তিসঙ্গত এবং যুক্তিসঙ্গত পুরুষদের অন্তর্গত, যখন হিংসা ভিত্তি এবং ভিত্তির অন্তর্গত, কারণ একজন নিজেকে ঈর্ষার দ্বারা ভাল জিনিস অর্জন করে, অন্যজন তার প্রতিবেশীকে হিংসার মাধ্যমে সেগুলি পেতে দেয় না।
– এরিস্টটল
৫#
হিংসা আত্মার রোগ।
-সক্রেটিস
৬#
হিংসা ঘৃণার চেয়ে বেশি অসংলগ্ন।
– ফ্রাঁসোয়া দে লা রোচেফৌকাল্ড
৭#
হৃদয়ের পাগলামো হচ্ছে ঈর্ষা।
-বায়রন
৮#
হিংসা হল অন্যের সৌভাগ্যের কষ্ট।
– এরিস্টটল
৯#
হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয় আর অনুপ্রেরনা উপরে উঠতে সাহায্য করে।
-প্রবাদ
১০#
আমার স্ত্রীর ঈর্ষা হাস্যকর হয়ে উঠছে। অন্য দিন সে আমার ক্যালেন্ডারের দিকে তাকাল এবং জানতে চাইল কে মে।
– রডনি ডেঞ্জারফিল্ড
১১#
কোনো হিংসুটে লোকের পাশে বাস করার চাইতে হিংস্র বাঘের প্রতিবেশী হওয়া অনেক ভালো।
–ইবনে হাজার
১২#
এখন চিন্তা করুন যে জিনিসগুলি মানুষকে মানুষকে ধ্বংস করতে পরিচালিত করে: সেগুলি হল আশা, হিংসা, ঘৃণা, ভয় এবং অবজ্ঞা।
–মার্কাস অরেলিয়াস
১৩#
ইতিহাসের পাতা খুলে দেখা যায় হিংসা এবং পরশ্রীকাতরতা মানুষকে মানুষের বিরুদ্ধে সংঘর্ষ এবং হানাহানিতে লিপ্ত করেছে।
-আর, ডব্লিউ. গিল্ডার
১৪#
মরিচা লোহাকে বিনষ্ট করে দেয়, তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয়।
-ইবনুল খতিব
১৫#
হিংসা ও প্রশান্তি কখনই একসাথে থাকতে পারে না ।
-প্রবাদ
১৬#
মানুষের অনুকম্পা পাওয়ার চেয়ে মানুষের ঈর্ষা পাওয়া শ্রেয়।
–হেরোডোটাস
১৭#
ঈর্ষা পাতলা কারণ এটি কামড়ায় কিন্তু কখনো খায় না।
– স্প্যানিশ প্রবাদ
১৮#
ঈর্ষা, অসূয়া (পরশ্রীকাতরতা) হইতে দূরে অবস্থান করিবে; কারণ অগ্নি যেমন কাষ্ঠকে পোড়ইয়া খাইয়া ফেলে, সেইরূপ ঈর্ষাও সকার্য আহার করিয়া নিঃশেষ করিয়া ফেলে।
-আল-হাদিস
১৯#
হিংসা অন্ধ এবং সে অন্যের গুন গুলো কখনই দেখে না ।
-লাইভি
২০#
হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্য করা যায় না। আগুন নেভাতে যেমন জলের প্রয়োজন, হিংসাকে জয় করতে তেমনি প্রেমের প্রয়োজন।
-ডন জুয়ান
২১#
অস্ত্রের জোরে তুমি সারা পৃথিবী জয় করতে পার, কিন্তু পারবে না একটা গ্রামের মানুষেরও মন বশীভূত করতে।
-ভলতেয়ার
২২#
ঈর্ষা নিকৃষ্টতার পরামর্শ দেয়।
– ওয়েন জেরার্ড ট্রটম্যান
২৩#
আপনি একই সাথে হিংসুক ও সুখী হতে পারবেন না ।
-টিগের
২৪#
হিংসা কারো ক্ষতি করতে পারে না, নিজের ছাড়া ।
-প্রবাদ
২৫#
হিংসা মানুষকে অন্ধ করে দেয় এবং তাদের পক্ষে পরিষ্কারভাবে চিন্তা করা অসম্ভব করে তোলে।
– ম্যালকম এক্স
২৬#
ঈর্ষা জিনিসটার মধ্যে একটি সত্য আছে, সে হচ্ছে এই যে, যা-কিছু সুখের সেটি সকলের পাওয়া উচিত ছিল।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৭#
আমরা যাদের হিংসা করি, তাদের সুখের চেয়ে আমাদের হিংসা সর্বদা দীর্ঘস্থায়ী হয়।
-এপিসাস
২৮#
আমরা ঈর্ষা অনুভব করি যখন আমরা নিকৃষ্ট মানের বিষয়ে আমাদের আত্ম–ধারণাকে হুমকির সম্মুখীন করে।
– শেন প্যারিশ
২৯#
হিংসা কখনও একজন মানুষের নিজেকে তুলনা সঙ্গে যোগদান করা হয়; এবং যেখানে কোন তুলনা নেই, কোন হিংসা নেই।
– ফ্রান্সিস বেকন
৩০#
হিংসা হল নিকৃষ্টতার ঘোষণা।
– নেপোলিয়ন বোনাপার্ট
৩১#
অহঙ্কারের মতো বড় শত্রু নেই।
— চাণক্য
৩২#
অহঙ্কার কে সামান্যের মাঝেই রাখো, নতুবা একজন মানুষ হিসেবে নিজের মর্যাদা রাখতে পারবা না।
— জন সেলডেন
৩৩#
আপনি যা পেয়েছেন তা নিয়ে বাড়াবাড়ি করবেন না বা অন্যকে হিংসা করবেন না। যে অন্যকে হিংসা করে সে মনের শান্তি পায় না।
— গৌতম বুদ্ধ
৩৪#
লোভ, হিংসা, অহংকার – ধ্বংসের মুল ।
— প্রচলিত প্রবাদ
৩৫#
হিংসা উন্নতির অন্তরায় ।
— প্রচলিত প্রবাদ
৩৬#
সাবধান ! তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো ।
— আবু দাউদ
৩৭#
তোমরা পরস্পরের প্রতি হাসাদ করো না, একে অন্যের পেছনে পড়ো না। আর তোমরা পরস্পর ভাই হিসেবে আল্লাহর বান্দা হয়ে যাও।
— মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)
৩৮#
হিংসা তোমাকে ধ্বংশের শেষ ধাপে নিয়ে যাবে।
-এইচ. জি. ওয়েলস
৩৯#
হিংসা একটা দরজা বন্ধ করে অন্য দুটো খোলে।
-স্যামুয়েল পালমার
৪০#
হিংসা থেকেই অধিকাঙশ কুৎসা রটিত হয়।
-মারিয়া এডওয়ার্থ
ঈর্ষা, ক্রোধ, ভয় জীবনের পরম শত্রু।
-স্কট

Mehadi Bhuiyan holds a BA in English Literature from the National University of Bangladesh. His academic interests include literature, history, and cultural studies, with a particular focus on modern and contemporary writing. He works as a freelance writer, researcher, and editor, specializing in literary analysis, historical narratives, and cultural topics.